পাতা:বঙ্গদর্শন নবপর্যায় প্রথম খণ্ড.djvu/১৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গদর্শন। SASeesLSAAAAAS জড় কি সজীব ? -- را تحتانی-رکت আচার্য জগদীশচন্দ্র বস্তু গতবারে বিলাতে গিয়া বিজ্ঞানের যে নুতন তথ্য প্রচার করিয়া আসিয়াছিলেন, এতদিনে অল্পে অল্পে তাহার সংবাদ আমাদের নিকট পরিচিত হইয়া আসিতেছে । সেই আবিষ্কার ঈথরতত্ত্বকে অগ্রসর করিয়াদিয়া তারহীন টেলিগ্রাফঘন্ত্রেব কার্য্যোপযোগিতা বাড়াইয়া দিয়াছে এবং বিজ্ঞানবিদগণের নিকট প্রচুর সন্মান লাভ করিয়াছে, এ খবর আমাদের কাছে আসিয়৷ পৌছিয়াছে । পুনৰ্ব্বার আচাৰ্য্যবর যুরোপের পণ্ডিতসভায় নবতর তত্ত্ব উপহার লইয়া প্রবেশ করিয়াছেন। ইহা শুনিয়াছি ব্যাপারটি গৰ্ভুত । শুনিয়াছি জড় ও জীবের মধ্যে ইলকা বৈষম্য তিনি ভেদ করিয়া বিজ্ঞানিগণকে সচকিত করিয়া তুলিয়াছেন। আঘাত, উত্তেজন প্রভৃতি দ্বারা ধাতুপদার্থ ও সঙ্গীব পদার্থে একই রূপ ফল উৎপন্ন হয়, ইহা পরীক্ষা দ্বারা প্রত্যক্ষ দেখাইয়া তিনি জড়জীবের সাধৰ্ম্ম্য প্রমাণ করিয়াছেন। সকল কথা আমরা এখনো স্পষ্ট করিয়া বিস্তারিতরূপে জানিতে পারি নাই। সভায় যাহার উপস্থিত ছিলেন, তাহাদের মনে কিরূপ ধারণা হুইয়াছে, তাহা হইতেই বিষয়টার মোট কথা আমরা কতকটা অনুমান করিতেছি। অবৈজ্ঞানিক শ্রোতারা কি বুঝিয়াছেন, তাহা ইংরাজি গ্লোব'পত্রের নিম্নলিখিত পরিহাসবাক্যে জানা. যায়। গ্লোব বলেন, ধাতুপদার্থের উপর নানাবিধ অত্যাচার করিবার সময় অধ্যাপকের দুই চক্ষু অশ্রুজলে । পূর্ণ হইয়াছিল। এজন্ত র্তাহাকে ধন্ত বলি । কিন্তু আগুন উস্কাইবার লৌহদণ্ড যখন চুলার লৌহবেষ্টনের উপর পড়িয়া যাইবে, তখন তাহার আঘাত লাগিয়াছে বলিয়া তাড়াতাড়ি তাহাকে তুলিয়া লইয়া আদর করিতে বসিবে, বৃটিশ গৃহস্থর সে অবস্থা আসিতে বিলম্ব আছে। বৃটিশ গৃহস্থর চিত্ত জড় কি সজীব, কি পরিমাণ তাহার বেদনাবোধ, কতটা আঘাতে তাহার সাড়া পাওয়া যায়, সে দুরূহ পরীক্ষায় অধ্যাপক নিযুক্ত ছিলেন না, তিনি লোহা-পিতলকে আঘাত করিয়া সাড়া পাইয়াছেন। গ্লোবের উক্তিতে ইহা বুঝা