পাতা:বঙ্গদর্শন নবপর্যায় প্রথম খণ্ড.djvu/১৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

)\eNు আশ্চৰ্য্য এই, বিনোদিনী কোনদিন দিনের বেলায় ঘুমায় না । কিন্তু আশার ঘরে আসিয়া সে দিন তাহার চোখ দুলিয়া পড়িল । গায়ে একখানি লাল শাল দিয়া খোলা জানালার দিকে মুখ করিয়া তাতে মাথা রাখিয়া এমনি স্বন্দরভঙ্গীতে ঘুমাইয়া পড়িল যে, মহেন্দ্র কহিল, “ঠিক মনে হইতেছে যেন ছবি লইবার জন্ত ইচ্ছা করিরাই প্রস্তুত হইয়াছে !” মহেন্দ্র পা টিপিয়া টিপিয়া ক্যামের আনিল। কোন দিক্ হইতে ছবি লইলে ভাল হইবে,তাহ স্থির করিবার জন্ত বিনোদিনীকে অনেকক্ষণ ধরিয়া নানা দিকৃ হইতে বেশ করিয়া দেখিয়া লইতে হইল। এমন কি, আর্টের খাতিরে অতি সস্তপণে শিয়রের কাছে তাহার খোলা চুল এক জায়গার একটু সরাইয়া দিতে হইল--পছন্দ না হওয়ায় পুনরায় তাহ সংশোধন করিয়া লইতে হইল! আশাকে কানে কানে কহিল, “পারের কাছে শালটা একটুখানি বা দিকে সরাইয়া দাঁও !” অপটু আশা কানে কানে কহিল, “আমি ঠিক পারিব না, ঘুম ভাঙাইয়া দিব— তুমি সরাইয়া দাও!” মহেন্দ্র সরাইয়া দিল । - অবশেষে যেই ছবি লইবার জন্ত ক্যামে বঙ্গদর্শন । [শ্ৰাবণ । ब्रांब्र भाषा कांक शूब्रिब्रा विण, जमनि cबन কিসের শব্দে বিনোদিনী নড়িয়া দীর্ঘনিশ্বাস ফেলিয়া ধড়ফড় করিয়া উঠিয়া বলিল । আশা উচ্চৈস্বরে হাসিয়া উঠিল । বিনোদিনী বড়ই রাগ করিল—তাছার জ্যোতিৰ্ম্ময় চক্ষু দুটি হইতে মহেঞ্জের প্রতি অগ্নিবাণ বর্ষণ করিয়া কছিল—“ভারি অন্তায় !" মহেন্দ্র কহিল—“অস্কায়, তাহার আর সন্দেহ নাই ! কিন্তু চুরিও করিলাম, অথচ চোরাই মাল ঘরে আসিল না, ইহাতে যে আমার ইহকাল-পরকাল ছুই গেল । অন্তায়টাকে শেষ করিতে দিয়া তাহার পরে দও দিবেন ।” আশা ও বিনোদিনীকে অত্যন্ত ধৰিয়। পড়িল । ছবি লইতে হইল। কিন্তু প্রথম ছবিটা খারাপ হইয়া গেল । সুতরাং পরের দিন আর একটা ছবি না লইয়া চিত্রকর । ছাড়িল না । তার পরে আবার দুই সখীকে একত্র করিয়া বন্ধুত্বের চিরনিদর্শনস্বরূপ একখানি ছবি তোলার প্রস্তাবে বিনোদিনী না বলিতে পারিল না । কছিল—“কিন্তু এইটেই শেষ ছবি ।” শুনিয়া মহেন্দ্র সে ছবিটাকে নষ্ট করিয়া ফেলিল। এমনি করিয়া ছবি তুলিতে তুলিতে আলাপ-পরিচয় বহুদূর অগ্রসর হইয়া গেল । ক্রমশ ।