পাতা:বঙ্গদর্শন নবপর্যায় প্রথম খণ্ড.djvu/২৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ-সংখ্যা । ] ७क्रश्न दियांह मिविक । ॐीछेॉम ७ भूमशभांम সমাজে এখনও নিকট আত্মীয়-আত্মীয়ার পরিণয় প্রচলিত আছে ; কিন্তু বৈজ্ঞানিকগণ তাহার বিরুদ্ধে যুদ্ধঘোষণা করিতেছেন । সমশোণিত বিবাহের প্রতি বিমুখত বোধ झम्न श्नूिनमाप्छ।ब्र छोग्न अश्न cकान७ সমাজেরই নাই। চীনদেশে এ বিষয়ে কিছু কড়াকড়ি আছে ; কিন্তু তাহা ও আমাদের দেশের দ্যায় বলিয়া জানিতে পারি নাই । যে সকল উদ্ভিদের পুষ্পে পুংকেশর ও গৰ্ত্তকেশর দুই-ই বিদ্যমান, তাহাদের ও বীজোৎপাদনের নিমিত্ত এক পুষ্পের গৰ্বকেশরে অন্ত পুষ্পের পরাগের সংযোগ হওয়া অঃ বহু ক হয় । নিজ-পরাগ-সংযোগে কোন পুষ্পষ্ট বোধ হয় পূর্ণরূপ উৰ্ব্বরতা লাভ করে না। অধিকন্তু কোন বৃক্ষের নিজপরাগ-সহযোগে চিরকাল তাছার বংশ রক্ষা হইতে পারে না । অন্তত দীর্ঘকাল পরে পরে তজাতীয় অন্য কোন বুক্ষের পরাগ প্রথমোক্ত বুক্ষের গন্তুকেশরে সংযোগ করা আবশ্বক হয়। এতদ্ব্যতীত কালক্রমে বৃক্ষের छेलंब्रङा महे इहेtव दगिब्राहे ७fक्रहेन অনুমান করেন । এই দুইটি সত্য সমশোণিত বিবাহের বিরুদ্ধে মতি প্রবল যুক্তি । ইতর জন্তুদিগের মধ্যে সমশোণিত-বিবাহজfত সস্তানগণের হীনতা পরিলক্ষিত হয় । মমুষ্যসমাজে ও সমশোণিত বিবাহ শুভকর ** All Marriage and Heredity ato এন্থের প্রণেতা নেসবিটু গাছেৰ মনে করেন, ****छ जडिजांठ-गस्यमारबद्ध बङ्ग-कछনির্বাচনক্ষেত্র অল্পপস্থিলগ্ন হওয়াতে তাৰা. *** e*ङइ जनिडे इहेरठाइ । कमांश्नड সগোত্র-বিবাহ R(ta নিম্নতরশ্রেণীস্থ যোগ্যব্যক্তিদের সম্রাস্তশ্রেণীতে উন্নয়ন দ্বারা নূতন শোণিতের অনুপ্রবেশ ব্যতীত অভিজাতদিগের বংশলোপেরই সম্ভাবনা । প্রাচীন অনেক অভিজাত পরিবারের লোপই তাহা প্রমাণ করিতেছে । তুরস্কের প্রাচীন অভিজাত পরিবারসমূহের বৈবাহিক সম্বন্ধ সুদীর্ঘকাল স্বশ্রেণীর মধ্যে আবদ্ধ থাকায় বিবাহে সমশোণিতত্ব ঘটিয়া তাহাদিগকে নিতান্ত দুর্দশাপন্ন করিয়াছে। যুরোপীয় রাজবংশসমূহে পুনঃপুন আদান-প্রদান দ্বারা রক্তসাম্যের আতিশয্য ঘটিয়াছে। রাজেতর শোণিত যুরোপীয় সিংহাসনাধিকারীদিগের শরীরে প্রায়ই প্রবেশ করে না । ফলও নিতান্ত ভাতিজনক । যদিও রুবিয়ার বর্তমান সম্রাটের পিতা ভীমশক্তি ছিলেন, তথাপি खाद्र क्डिौञ्च निरूंगारमब्र नद्रौद्र निङाख রোগপ্রবণ। অষ্ট্রয়ার সম্রাট পুত্ৰশোকে জর্জরিত। ইংলওের হানভারিয়ান রাজবংশ স্বাস্থ্যহীনতার জন্ত প্রসিদ্ধ। বর্তমান রাজপরিবারে প্রায় কেহই কোনও কঠিন য়োগের আক্রমণ হইতে আরোগ্যলাভ করিতে পারেন নাই। স্পেন ও পটুৰ্গালের রাজবংশে সমশোণিত বিবাহের সর্বাপেক্ষা বিষময় ফল ফলিয়াছে । এই দুই দেশের রাজগণ অনেক সময়েই স্ববংশসস্তুত নিকট আত্মীয়াদিগকে মহিষীরূপে গ্রহণ করিয়া থাকেন । এই সকল বিবাহ কখনও নিষ্ফল झ्द्र ; रुषम७ वा कौभभखिक झूणिरमश् नखांनদিগকে সিংহাসনের উত্তরাধিকারী করে। প্রাচীন হিন্দুগুণ শ্ববংশে বিৰাহনিষেধ দ্বারা অতি উৎকৃষ্ট রীতি প্রবর্তিত করিয়া ।