পাতা:বঙ্গদর্শন নবপর্যায় প্রথম খণ্ড.djvu/২৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ সংখ্যা। ] আমার সম্পাদকী। રજ છે স্বার্থের গন্ধ ছিল না। প্রতিদানের আশা ब्रांर्षि८ण ८©य ग्रंॉक्ल श्ब्र नां, ੋ তখন জানা ছিল । তখন জানিতাম, ঘরের थांहे ब्रां यनेि ब८न ब्र भश्रुि उक्लिांट्रे८ङ नां পারিলাম, তবে ধিক্ আমার স্বদেশপ্ৰেমত্ৰতে। কিন্তু তখন বুঝি নাই যে, শতধিক্ ওই রজতচক্রখণ্ডে ! সে পৌনঃপুনিক দশমিকের মত বি চাগে বাড়ে না । “যভই করিবে দান তত যাবে বেড়ে” বিদ্যার মত এ উদারতা ও তার নাই । দুইটি বৎসর অতীত হইতে না হইতে - আমার পূর্ণ বাকস শূন্ত করিয়া রুণি ঝুনি ঝুনি— গেল সে চলিয়া । ওগো এবে সে নিষ্ঠুর দেখে না ফিরিয়া ॥ আমি -- কত তারে সাধি দিবানিশি কাদি cफ्रां८१ द८छ् प्रॉब्र नब्रिब्रः । তবু, সে তো রে আসে না ফিরিয়া ॥ বিপন্ন হুইয়া গ্রাহ কমহাশয়দের শরণা*ब श्रेणाम । ८वाथ ह४, अर्थ अन८र्थब्र भूल ভাবিয়াই অনেকে জাধিক কথায় কর্ণপাত করিলেন না, কেছ কেহ বাহ উত্তর দিলেন, তাহার ভাষার্থ— ধন দিয়ে মন যদি সেই সে তুষিতে হ'লে । বাংলা মাসিক প’ড়ে ভৰে কিবা ফল বলে৷ ' अभिtब्र नांमछांश ८णश्वक**e cqहे नभम्र মামা প্রতি একটু বেশি অনুগ্রহ আরম্ভ *बिप्णन । विनि वफ़ पार्थमिक वणिब्रा षाङ, তিনি,লিধিতে লাগিলেন,—কবিতা ; সমালোচক রহস্তে ব্ৰতী হইলেন, কবি ধরিলেন,—রাজনীতি ; ঔপন্যাসিক প্রত্নতত্ত্ববিদের আসন লইলেন ; আর ঐতিহাসিক মন দিলেন,—“কঠোপনিষদে !” এই সকল প্রবন্ধ কাগজে বাহির হওয়ার পয় লেখার প্রকৃত রস আস্বাদ করিতে না পারিয়া, সমালোচকগণ র্কাঠালের আমসত্ত্ব বলিয়। এগুলিকে বিদ্রুপ করিতে লাগিলেন এবং সঙ্গে সঙ্গে আমাকেও দু দশ কথা শুনাইতে ছাড়িলেন না । এ শ্রেণীর প্রবন্ধের সকলগুলি আমি ন! ছাপিয়া চাপিয়া রাখিতাম, অবশু এগুলি যে প্রকাশের অযোগা মনে করিতেছি, তাহা লেখকদের তখন বলিতাম না, কিন্তু,— “এ সকল রহে না গোপনে বন্ধুকৰ্ণে প্রবেশিলে প্রকাশ পায় তা জনে জনে।” যাহার প্রবন্ধ প্রকাশ করিতে বিলম্ব হয়, তিনিই চটিতে আরম্ভ করেন, প্রবন্ধ ফেরত চাহেন। একদিন সহসা দেখিলাম, আমারি কাগজে একখানি মাসিক পত্রিকার বিজ্ঞাপন यशधूमशय्य दाश्ब्रि रहेबाप्इ । भाभाद्र चषिকাংশ লেখকই সে কাগজের লেখকশ্রেণীভুক্ত श्हेब्राप्इन, ऊषन श्रांबांब्र भरनब्र उांब cष কি-প্রকার হইয়াছিল, তাছ চণ্ডীদাসের রাধিকার ভাষায় বলিত্তে গেলে –

  • সই কেমনে ধরিব ছিয়া ! আমার বঁধুয়া আন বাড়ী যায় जांभांङ्ग श्रांछिमां शिग्न !