পাতা:বঙ্গদর্শন নবপর্যায় প্রথম খণ্ড.djvu/৩১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম-সংখ্যা । ] ইহাতে দেখা যায়, কল-কারখানার কাজে, তাহা সাধারণ জলীয় বাম্পের শক্তি অপেক্ষ অধিক উপযোগী হইবে বলিয়া মনে হইতেছে । একজন বিজ্ঞানবিং পরীক্ষা করিয়া দেখিয়াছেন, তরল বায়ুর সম্প্রসারণশক্তি অগ্নিসংযুক্ত বারুদ বা লিডাইট অপেক্ষণ ও অধিক, যাহাতে তদ্বারা বন্দুক ও কামানের গোলা গুলি চালাইবার সুব্যবস্থা হয়, তজ্জন্ত ও অনেকে সচেষ্ট আছেন । আমাদের প্রচলিত নিত্যব্যবহার্য্য পদার্থ অপেক্ষ কায়োপযোগী দ্রব্যাদির আবিষ্কারসমাচার আধুনিক বৈজ্ঞানিক যুগে বড় দুলভ নয়, কিন্তু এই সকল নুতন দ্রব্যকে পুরাতনের স্থান অধিকার করিতে কদাচিং দেখা গিয় থাকে। ব্যয়বাহুল নুতনের প্রচলনের প্রধান অস্তুরায়,—সাধারণত এই সকল নুতন দ্রব্যাদি প্রস্তুত করিবার বায়ু এত অধিক দেখা যায় যে, উপযোগিতা ও ব্যয়ে প্রায়ই সামঞ্জস্য থাকে না, কাজেই সে গুলি সংসারে পুরা তনকে স্থানচু্যত করিতে পারে না, এজন্যই সেই ফরাসী পণ্ডিতের আবিস্কত চারক-প্রস্তু ত-প্রণাণা আজ ও তাহার ক্ষুদ্র পরীক্ষাগারের বাহিরে আসিতে পারে নাই । তরল বায়ুর আবিষ্কারসংবাদ ও তাহার নাম কায্যোপযোগী গুণের কথা প্রথমে প্রচারিত হইলে, ইহাকে ও কৃত্রিম স্বাধকের দ্যায় কেবল ল্যাবরেটরির পরীক্ষণীয় ব্যাপার বলিয়া অনেকে মনে করিয়াছিলেন ; কিন্তু সম্প্রতি টিপলার তরল-বায়ু । ○>> নামক জনৈক মার্কিন যন্ত্রবিদ অতি অল্পব্যয়ে তরলবায়ু প্রস্তু ত করিবার উপায় উদ্ভাবন করিয়৷ এই সন্দেহ দুর করিয়াছেন । অধ্যাপক ডিওয়ার এক আউন্স তরলবায়ু প্রস্তুত করিতে প্রায় ছয়শত গিনি ব্যয় করিয়াছিলেন, কিন্তু টিপলার এখন একশত গিনিতে এক পাইন্টের ও অধিক তরলবায়ু প্রস্তুত করিতেছেন এবং শাস্ত্ৰই ইহা অপেক্ষা ও 31 অল্পব্যয়ে তরলবায়ু যাইবে বলিয়া, অশ্বিাস দিতেছেন । টিপলারের বায়ু তরল করিবার কোশলট অতি সুন্দর ও সহজ । প্রথমে বায়ু তরল করিবার সময় সঙ্কীণ-পাত্রাবদ্ধ বায়ু শীতল করিবার জন্ত অধ্যাপক ডিওয়ার, নাইট,স্ অক্সাইড ও ইথেলিন বাষ্প ইত্যাদি ব্যবহার করিয়াছিলেন, টিপলার তাহার নবোস্তাবিত পদ্ধতিতে কোন রাসায়নিক পদাথেরই সাহায্য না লইয়। কেবল বায়ুদ্বার। বায়ুকে জমাইয়। তরল করিবার সুব্যবস্ত৷ করিয়াছেন । বায়বীয় পদার্থে চাপ প্রয়োগ করিয়৷ সঙ্কীর্ণস্থানে আবদ্ধ করিলে, সঙ্কোচন কালে সেহ-পদার্থ-স্থিত অনেক তাপ স্ব তই বহির্গত হইয়া পড়ে * ; এবং আবার সেই সঙ্কীর্ণস্থান হইতে মুক্ত হইলেই উহ! প্রসারিত হয় ও প্রসারণ কালে বাহির হইতে তাপ আত্মসাং করিয়া, নিকটস্থ পদার্থ গুলিকে শীতল করিতে থাকে । বায়ু-তরলীকরণ-ব্যাপারে টিপলার-সাহেব বায়বীয় পদার্থের কেবলমাত্র এই দুইটি

  • আইসিকেল-প্রিয় পাঠক, উহার দ্বিচক্র্যানের চাকার রবারের থলিতে বাতাস পুরবার সময়, এই SADB BBB BBB BBBBSBBBB BBD BBB BBBBB BB BBS BBBB BBBBB

শকুচিত বায়ুর পরিত্যক্ত তাপে ততই উষ্ণ হইতে থাকে।