পাতা:বঙ্গদর্শন নবপর্যায় প্রথম খণ্ড.djvu/৩২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম-সংখ্যা । ] যে দৈন্ত তোমার তরে, সার সত্যের আলোচনা । \లిసి বহিব তা অকাতরে, গৰ্ব্ব ভাবি মনে । বরহস্তে দেছ যাহা, শিরে তুলি ল’ব তাহ— হে দেবি, যতনে । শত-অনাদর-মাঝে, তোমারি করুণ। সাজে, -- তাই নেছ ডেকে ! মলিন ললাটে মম, তিলক উজ্জ্বলতম, —তাই দেছ একে । শ্ৰীগিরিজানাথ মুখোপাধ্যায়। সার সত্যের আলোচন । محسن محمدشتس در ساحتخصحیح رسیحیرح حم-ایام জাগরিত অবস্থার বিশেষত্ব। জীবাত্মার অবস্থা অনেক ; তাছার মধ্যে সৰ্ব্বাপেক্ষ গোড়ী-ঘ্যাস অবস্থা তিনট—(১) জাগ্রৎ, (২) স্বপ্ন এবং (৩) সুষুপ্তি । অবস্থাশব্দের মুখ্য অর্থ অবস্থিতি । অবস্থিতি দুষ্টরূপ—(১) দেশে অবস্থিতি, (২) কালে অবস্থিতি । অবস্থ1-শব্দের প্রচলিত ভাবার্থ--- কালে অবস্থিতি। যাহা আধিভূত হইয়। কিয়ংকাল অবস্থিতি করে এবং তৎপরে ब्रिश्डि श्ब्र, डाशब्रहे नाम अक्छ। সাধারণত অর্থাৎ মোটামুট হিসাবে, মধুণার জাগরিভাবস্থার স্থিতিকাল দিবা-ভাগ ; স্বপ্রাবস্থার স্থিতিকাল পূৰ্ব্বরাত্রি এবং শেষরাত্রি ; স্বযুপ্ত অবস্থার স্থিতি-কাল মধ্যরাত্রি । ঐ তিনটি মৌলিক অবস্থা একদিকে যেমন তিন বিভিন্ন কালের তিন বিছিন্ন অবস্থা, আর এক দিকে, তেমনি উহ। একই অভিন্ন জীবাত্মার তিন বিভিন্ন অবস্থা । এটা যখন সুনিশ্চিত যে, ও-তিন অবস্থা একই জীবাত্মার তিন কালের তিন অবস্থা, তখন তাঙ্গাতেই প্রতিপন্ন হইতেছে যে, ও-তিন অবস্থ। পরস্পরের সহিত অবিচ্ছেদ্য যোগ-সুত্রে সংগ্রথিত । ফলে ও এইরূপ দেখা যায় যে, জাগরিতাবস্থার কৰ্ম্মোদ্যম ক্রমে ক্রমে অবসান প্রাপ্ত হইয়া নিদ্রার