পাতা:বঙ্গদর্শন নবপর্যায় প্রথম খণ্ড.djvu/৩৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টম-সংখ্যা । ] বাঙ্গালার ইতিহাস। HIV পণ্যদ্রব্য উৎপাদিত হইতে পারে,—তাহ বুঝি কেবল বাঙ্গালার ইতিহাসেই দেদীপ্যমান। বাঙালী কত অল্পে পরিতৃপ্ত ;– এমন নিরীহ, এমন শান্তিপ্রিয়, এমন কুশাগ্রবুদ্ধি সভ্যজাতি বুঝি আর কোন দেশে नाहे ! अछामप्नब झूठेखि शब्रिग्रा हेडिशन লিখিতে গিয়া বিদেশীয় লেখকবর্গ কত ভ্রমেই না পতিত হইয়াছেন ! কেহ বলিয়াছেন— বাঙালী ভীরু ! কিন্তু বাঙ্গালার ইতিহাসে তাহার প্রেমাণ পাওয়া যায় না ; বাঙালী মরিতে ভয় করে নাই । কেহ বলিয়াছেন —বাঙালী দুৰ্ব্বল ! কিন্তু বাঙ্গালার ইতিহাস তাহার সাক্ষ্যদান করেন । বাঙালীর বীরবাহুই বৃটিশরাজ্যস্থাপনের প্রথম সহায় ! বাঙালীর জাতীয়জীবনে স্বার্থত্যাগের দৃষ্টান্ত বিরল ; জাতীয়কল্যাণকামনায় একপ্রাণ তা অবলম্বন করিবার প্রবৃত্তি দুৰ্ব্বল। এই দুইটি বাঙালীর প্রধান কলঙ্ক,— ইহা বাঙ্গালার ইতিহাসের সর্বত্র সুব্যক্ত । সেইজু বাঙ্গালার ইতিহাস বাঙালীর জাতিগত সুকীৰ্ত্তি-কুকীৰ্ত্তির ইতিহাস নহে, ব্যক্তিগত সুকীৰ্ত্তি-কুকীৰ্ত্তির জীর্ণস্তুপ! না বুঝিয়া বিদেশের লোকে ব্যক্তিগত দোষগুণ জাতিশীর্ষে সংস্থাপিত করিয়া ইতিহাসরচনা করিয়া গিয়াছেন । বন্দ্যোপাধ্যায় মহাশয় জাতীয়-অমুরাগ-বশত ব্যক্তিগত কুকীর্তির কৈফিয়ৎ সংগ্ৰহ করিয়া প্রধান প্রধান পাত্রমিত্রগণকে ইতিহাসের কশাঘাত হইতে রক্ষা করিবার ক্ষীণ উদ্যমে লেখনীচালনা কয়িয়াছেন। মীরজাফরখাকে সমস্ত ইতিহাসলেখক ভৎসনা করিয়া গিয়াছেন ; বন্দ্যোপাধ্যায় মহাশয় লেখনীবলে তাহাকে রক্ষা করিবার চেষ্টা করিতে গিয়া এত অনর্থ উৎপন্ন হইয়াছে ! নবাবী আমলে দেশের অবস্থা কিরূপ ছিল, এখনও তাহার কিছু কিছু জনশ্রুতির সন্ধান পাওয়া যায়। শুনা যায়,—সেকালে মাসিক একটাক আয় হইলেই না-কি লোকে প্রত্যহ কোশ্ম-পোলাও আহার করিতে পারিত। কিন্তু একদিকে সুলভ ভোজ্য, অন্যদিকে বর্গীর হাঙ্গামা, মগ-ফিরিঙ্গীর উপদ্রব, দস্থ্য-তস্করের উৎপীড়ন ! একদিকে নিত্য বিপ্লব,—আবার অন্ত্যদিকে দেবমন্দির ও মসজেদ-চুড়া মস্তক উত্তোলন করিত, জলদৈন্ত দূর করিবার জন্ত পুণ্যপ্রয়াসে দীর্ঘ দীর্ঘিকা খনিত হইত। এই সকল কথা কতদূর সত্য, নবাবী আমলের বাঙ্গালার ইতিহাসে তাহার যথেষ্ট পরিচয় প্রাপ্ত হওয়া যায়। মুখোপাধ্যায় মহাশয়ের শিশুপাঠ্য সরল ইতিহাস “মুবর্ণমুষ্টি” – বন্দ্যোপাধ্যায় মহাশয়ের প্রৌঢ়পাঠ্য জটিলগ্রন্থ "বর্ণস্তুপ"। শিল্পনিপুণ অধ্যবসায়শীল পরবর্তী লেখকগণ এই স্তুপ হইতে সুবর্ণ ংগ্ৰহ করিয়া বঙ্গসাহিত্যের সর্বাঙ্গে বহু রত্নালঙ্কার সংযুক্ত করিতে পারিবেন। আকরোখিত ধাতুপিণ্ডের সহিত অনেক অসার আবর্জনা মিশ্রিত থাকিলেও তাছার মূল্য নষ্ট হয় না ; বন্দ্যোপাধ্যায় মহাশয়ের ঐতিহাসিক স্ববর্ণস্তুপের সহিত অনেক অসঙ্গত মতামত সংযুক্ত হইয়াছে বলিয়া, তাহারও মূল্য নষ্ট হইবে না। বরং বন্ধ্যোপাধ্যায় মহাশয়ের স্তায় তথ্যানুসন্ধাননিপুণ অধ্যবসায়শীল লেখক ঐতিহাসিক পাত্রমিত্রগণের প্রকৃত-মৰ্য্যাদা-নিরূপণের পথ সহজ