পাতা:বঙ্গদর্শন নবপর্যায় ষষ্ঠ খণ্ড.djvu/১৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

›ፃo বঙ্গদর্শন । [ ७टै ३६, धांव१ ।। বড়গিল্পী চাউল ঝাড়িতে বসিলেন । এই সময়ে বলাই-কারিকর-নামক একজন বৃদ্ধ মুসলমান আসিয়া তাহাকে সেলাম করিল। তিনি বলিলেন - “কি বলাই, আমার টাকা আনিয়াছ ?” বলাই-কারিকর ভাল কাপড় বুনিতে পারে। বড়গিল্পীর পরামর্শে সে র্তাহার নিকট হইতে আজ দুইবুৎসর হইল ২৫২ টাক কৰ্জ করিয়া লইয়া ভাল স্থত কিনিয়া ছিট বুনিতে আরম্ভ করে। উপেন তাহাকে কতকগুলি ভাল নমুনা আনিয়া দিয়াছিল। তাহার বোনা ছিট ফরিদপুরে এখন অনেক দামে বিক্রীত হয় । ফরিদপুরমেলায় সে একটা পুরস্কারও পাইয়াছে। এখন তাহার অনেক টাকার কারবার । তাহার যখন যে টাকার দরকার হয়, তাহ বড়গিনী দিয়া থাকেন। তাহার প্রশ্নের উত্তরে সে বলিল— “মাঠারুইণ, আজ ক্যাবল সুদের দশটাহ আনছি। আসল টাহ আরও একমাস পরে . দিক।* . "আচ্ছ, তাই দিয়া যাও। আর আমার উপেন ও জ্ঞানের জন্য যে একটা ভাল ছিট তৈয়ারি করিতে বলিয়াছিলাম ?” “আজ্ঞে, তা তেনারা বাড়ী আসলিই পাবেন ।”. 蔓 “আর আমার নতুনবে আসিবে—তার জন্তে খুব ভাল একখান চারখানার গাম্‌ছ চাই। ওলে নীরে, এই টাকা কয়টা তুলিয়া রাখ’ . . . বলাই গাম্‌ছ দিবে স্বীকার করিয়া প্রস্থান করিল। 警 - লাল। - - - - * তিনটি শিশুসন্তান সহ একটি বিধবাকে আসিতে দেখিয়া বড়গিল্পী বলিলেন—“ওলে৷ মোনার মা, তোকে যে আর এখন দেখি না ?” মোনার মা নিকটে আসিয়া বলিল— “মাঠারুইণ, যে বাষ্য হইছে, এখন আর ঘরের বাহির হওয়া যায় না - চারিদিকে জল। তোমাগো বাড়ী আসতি কাপড় বাচে না। আজ একটু জল কম্ছে, তাই এই কয়ডী কাচাবাচ্চ নিয়া আইছি । বড়ঠারুইণ, আমার দৃষ্কির কথা আর কি কবে ? আজি দুইদিন ঘরে দানাডা নাই । ক্যাবল নাইল* সিদ্ধ করা ইহাগো খাওয়াইছি। আপনি সে টাহাড় দিছিলেন, তা’তে কয়দিন একবেল কর্য ভাত খাইছিলাম। কিন্তু তা’ কবে ফুরায়্যা গেছে । এহন ত আর বাচি না। আপনি দয়া না করলি এরা দানা বিনি মর্যা যাবে।” ইহা বলিতে বলিতে তাহার চক্ষে জল আসিল । বড়গিল্পী তাহার তিনটি ছেলেকে ভাল করিয়া দেখিতেছিলেন । তাহাদের শরীর শীর্ণ—বুকের হাড় বাহির হইয় পড়িয়াছে । তিনি কাতর হইয়। বলিলেন— “তা ইহাদের নিয়ে এসেছিল, ভাল হইয়াছে। ও বড়বেীমা ! ঘরে পান্তাভাত যদি থাকে ত ইহাদের চারিজুনের জন্ত বাড়িয়া দাও । তা’ মা, আমি আর এইরকম কয়দিন তোদের বঁাচাইতে , পারিব ? আমার বেশী টাকাকড়ি নাই। : আচ্ছ, তোর ত এখন কাচা বয়েস, চেহারাও ভাল, তুই নিকা বসিস না কেন ? নিকা বসিলে.