পাতা:বঙ্গদর্শন নবপর্যায় ষষ্ঠ খণ্ড.djvu/৩৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সঞ্চয় । ">><ఒ: বেলা পড়ে এল আই— করে” নেরে জীবনের বেচা-কেনা সীয় ; খেয়া-তরি ঘাটে বাধা, যাবি যদি ত্বর করি’, এই বেলা আয় । পশ্চিমে দিগন্তকোলে নিবিছে দিনের চিত রাঙা করি জল ; পরপারে গ্রামখানি আঁকা যেন স্বর্ণপটে নিবিড় শু্যামল ! কি দিলাম, কি পেয়েছি, হারায়েছি কিছু বুঝি, দেখি ক্ষতি-লাভ ; গিয়াছে—গিয়াছে কিছু, পেয়েছি যা, তাহে মোর হ’বে না অভাব ! লাভ কিছু নাই হ’ল, না হয়, সমানে গেছে সম বিনিময় , হেসে যাহা পাই নাই, পেয়েছি কি আঁখিজলে, কে জানে নিশ্চয় ? আশা, স্মৃতি জড় করি’ তাই নিয়ে নাড়াচাড়া, ফিরে ফিরে চাই । * নুতন অর্জন কিছু করিবার অবসর নাই—আর নাই। মুঠ-মুঠ ধূলি লুটি করিমু শৈশবে কেলি 4 " কলহান্ত তুলি ; স্বপ্নমত কোথা গেল অনাবিল জীবনের স্বচ্ছ দিনগুলি ?