পাতা:বঙ্গদর্শন নবপর্যায় ষষ্ঠ খণ্ড.djvu/৩৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

७१३ পরাধীন ছিল না, তাহা দেখাইবার জন্ত বঙ্কিমবাবু প্রতাপশালী বাঙালী রাজার বৃত্তাস্ত ষ্ঠাপনাদিগকে বলিতেছেন। আধুনিক সময়, সীতারামের একটি ক্ষুদ্র কাহিনী পাইয়াছিলেন, তাহা উপন্যাসে নিক্ষিপ্ত করিয়া স্বজাতিকে উদ্বোধিত করিবার চেষ্টা করিয়াছেন। ঐ সীতারামকে ত্যাগ করিয়াছিল ; ইহাতে রাঙ্গ ঐ বঙ্গদেশকে ত্যাগ করিয়াছে ; সেই রাজপ্র গীতপ্রেচারিত কৰ্ম্মযোগে, জ্ঞানযোগে, ভক্তিযোগে কিরূপে ,আবার বঙ্গদেশে ফিরিবে, বঙ্কিমবাবুর সীতারাম তাহারই জাভাস। বঙ্কিমবাৰুর আনন্দমঠ, সীতারাম প্রভৃতি কতকগুলি পুস্তকের দুইটি অঙ্গ আছে --জস্তরঙ্গ ও বহিরঙ্গ । বালক ও অৰ্দ্ধশিক্ষিতা মহিলা বহিরঙ্গ পাঠ করিয়া আনন্দলাভ করে। চিন্তাশীল ব্যক্তি, স্বদেশপ্রেমিক, ভাবুক, কৰ্ম্মী অগুরঙ্গ পাঠ করেন। এই অন্তরঙ্গে দেখিতে পাইবেন, বঙ্কিমের হৃদয়ের মহতী জাকাজ, চাকরত্বের আচ্ছাদনের মধ্যে অগ্নিশিখাবৎ জলিতেছে । বঙ্কিমবাবুর মানসগর্ভে এমন ভ্রুণ মাছে, যাহা হইতে মূশ বা ধ্যাট্রলিনি, ক্রমওয়েল বা কসফিয়স্কো, প্রিন্স অব ওরেঞ্জ বা ওয়াশিংটন কালে জন্মিতে পারে । আপনার মনে করিবেন, হয় তঁ আমি অত্যুক্তি করিলাম । জহ্ব্যক্তি কি না; সময়ে তাহার পরীক্ষা হইবে। চিন্তাশীল পাঠক বঙ্কিমের উদেশ্বযুক্ত উপহাসের অক্ষয়ঙ্গ ঙ্গালোচনা করির দেখুন। উপন্যাসে,—সীতারামে বাহ বঙ্কিম দেখাইতে চেষ্টা করিয়াছেন, যে স্বদেশগৌরবাকাজল উদ্বোধিত করিলার আয়াস পাইয়াइन, ইতিহাসে সেই স্বদেশগৌরবলালসা ध्रिश्चांबि ।। [ ৬ষ্ঠ বর্ষ, কাৰ্ত্তিক। উত্তেজিত করিবার জন্ত তিনি আমাদিগকে, বঙ্গদেশে যখন পালবংশীয় ও সেনবংশীয় রাজারা বঙ্গমহিমা বিস্তার করিয়াছিলেন, সেই অতীত সময়ের রম্যপ্রদেশে তাহার সমভিব্যাহারে বিচরণ করিবার জন্ত আহবান করিতেছেন । তিনি বলিতেছেন ;– “সেনবংশীয়েরা পূৰ্ব্ববাঙ্গালায় রাজা ছিলেন । আর পালবংশীয়েরা মুদগগিরিতে অর্থাৎ আধুনিক মুঙ্গেরে রাজা ছিলেন। এখনকার বাঙ্গালীর গবর্ণমেণ্টের সিপাহীপণ্টনে প্রবেশ করিতে পায় না, কিন্তু বেহারী দিগের পক্ষে অবা রত দ্বার, এবং বেহারীরা এখনকার উৎকৃষ্টসিপাহীমধ্যে গণ্য । অথচ মর রাজেন্দ্রবাবুর আবিষ্কৃত ঐতিহাসিকতত্ত্বে দেখিতে পাইতেছি,—পূৰ্ব্বাঞ্চলবাসী বাঙ্গালীরা বৈহারজয় করিয়াছিল। সেনবংশীয়েরা ‘বাঙ্গালী রাজা হইয়াও বেহারের অধিকাংশের রাজা ছিলেন, ইহা ঐতিহাসিক কথা । সেনগণের অধিকার যে বারাণসী পৰ্য্যস্ত বিস্তৃত হইয়াছিল, ইহারও ঐতিহাসিক প্রমাণ পাওয়া গিয়াছে।” 爾 ● ● 德 尊 “মেগাস্থিনিস বলেন যে, এই রাজ্য (গাঙ্গারিডি Gangaridae অর্থাৎ বাঙ্গালার রাঢ়দেশ ) এরূপ প্রতাপান্বিত ছিল যে, ইহা কখন কোন শত্রুপরাজিত ছয় মাই এৰং অম্ভাঙ্গ রাজগণ গঙ্গারাঢ়ীদিগের হস্তিসৈষ্টভয়ে তাহাদিগকে আক্রমণ করিতেন না । ङिनि ऎश्ts शिथिश्चाग्छ्नि ८ण, श्वेशंखि्रौ আলেক্জাণ্ডার গঙ্গাতীয়ে উপনীত ইয়া গঙ্গারাঢ়ীদিগের প্রস্তাপ গুমিয়া, সেইখামহইতে প্রস্থান করিলেন । বাঙ্গালীয় ইল