বিষয়বস্তুতে চলুন

পাতা:বঙ্গদর্শন নবপর্যায় ষষ্ঠ খণ্ড.djvu/৪৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8&& অভিযুক্ত পাচশত ব্রাহ্মণ রাজপুরুষপ্রদত্ত যন্ত্রণ সহ করিতে অসমর্থ হইয়াই এই মিথ্যারোপিত দোষ স্বীকার করায় নিৰ্ব্বাসনদণ্ডে দণ্ডিত হন । * উৎসবাস্তে হিউয়েন-সাং গৃহপ্রত্যাগমনে ব্যগ্রতা প্রদর্শন করিলেও, পাঞ্চবার্ষিক-উৎসব-দর্শনার্থ অভ্যথিত হইয়া সম্রাটু সমভিব্যাহারে প্রয়াগগমন করেন । পাচবৎসর অগুর গ্রীষ্ম ঋতুতে ৭৫দিন যাবৎ গঙ্গাযমুনাসঙ্গমসট্ৰিহিত সৈকতদেশে এই মেলা হইত। হিউয়েন-সাং , যে মহামেলা পরিদর্শন করেন, তাহা এই শ্রেণীর ষষ্ঠ । অভাবগ্রস্ত দরিদ্র ও সন্ন্যাসাদিগকে পাচবৎসরের সঞ্চিত অর্থবিতরণই এই মহামেলার প্রধান উদ্দেগু, সুতরাং রাজকীয় ঔদার্য্যাতিশয়তার উজ্জল দৃষ্টান্ত বলিয়৷ এই উৎসবশ্রেণী • জগতের ইতিবৃত্তে অতুলনীয় হইয়া রহিয়াছে । এই মহোৎসবদশনার্থ উত্তরভারতের বা হিন্দুস্থানের সমগ্র রাজন্ত ও ব্রাহ্মণবর্গ নিমন্ত্রিত হইতেন। পর্ণনিৰ্ম্মিত একটি প্রশস্ত কুটারে বুদ্ধমূৰ্ত্তি স্থাপিত হইয় তাহার উদেশে বহুমূল্য বসনভূষণাদি বিতরিত এবং স্বৰ্য্য ও শিবের মূৰ্ত্তির প্রতিও ঐরূপ সম্মান প্রদর্শিত হইত। এ সময়ে হর্ষ বৌদ্ধধৰ্ম্মে নিরতিশয় শ্রদ্ধাবান হইলেও, আধুনিক সংস্কারক ও তাহাদিগের সাম্প্রদায়িকদিগের ছায় হিন্দুর দেবদেবীর প্রতি কদাচ অবজ্ঞা দর্শন করিতেন না। তিনি যে এরূপ মুনিয়মে এতাদৃশ বিস্তৃত সাম্রাজ্যে এত অল্পায়াসে ঈদৃশ স্বশাসন বিস্তার করিতে পারিয়ছিলেন, বোধ হয়, বলদৰ্শন। | ۱۹ ,ধৰ্ব ن ] সকলের প্রতি সমপ্রাণতাপ্রদর্শনই তাহার অন্ততম কারণ। হিন্দুদেবারাধনার পর, দশসহস্ৰ বৌদ্ধশ্রমণকে মূল্যবান উপহার প্রদত্ত হইত। তদনন্তর ২৩দিন পৰ্য্যস্ত তদনুরূপ দানাদির দ্বারা বহুসংখ্যক ব্রাহ্মণেরও সৎকার করা হইত। অবশেষে জৈন প্রভূতি ভিন্নধৰ্ম্মাবলম্বীকেও বথাযোগ্য দ্রব্যাদি বিতরণ করা হইত। দুরদেশাগত ভিক্ষুক, অনাথ, দীনদুঃখিগণও দানাদিতে সাতিশয় সস্তুষ্ট হুইয়৷ গৃহে প্রত্যাবর্তন করিত। হিউয়েন-সাং বলেন, অবশিষ্টদ্রব্যাদি-দানের পর রাজাধিরাজ শ্ৰীহৰ্ষ স্বকীয় রাজপরিচ্ছদ ও আভরণাদি উন্মোচনপূর্বক দরিদ্রদিগকে বিতরণ করিয়া র্তাহার ভগিনী রাজ্য শ্রীর নিকট হইতে পুরাতন বসন ভিক্ষা লইয়া, সমস্ত রাজকোষ ধৰ্ম্মার্থ নিঃশেষিত হওয়ায়, মহান চিত্তপ্রসাদ লাভ করিয়া বুদ্ধদেবসমীপে সাতিশয় আনন্দ প্রকাশ কম্লিতেন । উৎসবাবসানে হিউয়েন্‌সাং স্বদেশপ্রতিগমনে উদ্যত হইলে, তাহার পাথেয়রূপে প্রচুর অর্থাদি উপটৌকন দিয়া উধিতনামক একজন সামন্তরাজকে জলন্ধর নগর পর্য্য স্তু তাহার অনুগমন করিতে আদেশ করেন । প্রত্যাবষ্টনকালে তিনি বোধিসত্ত্ব শাক্যসিংহের অঙ্গ প্রত্যঙ্গের পাচটি নিদর্শন, সুবর্ণ, রজত ও চন্দনকাষ্ঠ নিৰ্ম্মিত বুদ্ধের প্রতিমুৰ্ত্তপুঞ্জ ও ৬৫৭খানি পৃথক পৃথক্ হস্তলিখিত পুস্তক সংগ্ৰহ করিয়ু চীনে লইয়া যান ও তাহার মধ্যে ৭২থানির চৈনভাষায় অনুবাদ করিয়া ( ৬৬৪খৃঃ অঃ ) পরলোকগমন করেন ।

  • y <रे विान श्रडाकोब ਦੋਂ সভ্যতার দিনেও পুলিস্নির্বাতনে কত শত নিরপরাধই যে বৃথা দণ্ডে দণ্ডিত হইতেছে, তাছা প্রত্যেক সামাজিকই ব্যথিতাস্ত:করণে প্রত্যহ প্রত্যক্ষ করিতেছেন। দুঃখর বিষয়, লর্ড কর্জনের ************नjiनू क*ि*प्नब्र नाiब्र चागाछछtद्रब्र अ४ि जडिबम कश्छि। कtईjकोब्रिडtब्र cवम्ब

. .ঞ্জৰক্তীর্ণ হইতে গালি না।