পাতা:বঙ্গদর্শন নবপর্যায় ষষ্ঠ খণ্ড.djvu/৬২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՄrrARթ ARA * JAIKRISHNA PUBLIC LI3RARY. ఆరిశీ बछालव्लॅम । • [७र्छ वर्ष, :छज । মুদে ছিল অন্ধকারে, শত ফুল একবারে ফুটিল কি হৃদয়ে আমার ? হৃদে ধরি’ সেই আলো আমি যে ৰেসেছি ভালো, এ জীবনে নহে কৃলিবার। - • জন্ম জন্ম তীরে চাহি, সে বিনা কামনা নাহি, । প্রেম দিয়া গড়িয়াছি তারে । অস্তরে অওরতম । সে যে মোর নিরুপম, -তুল তার মিলে না সংসারে । , বিনিমূদ্র স্বৰ্গ পাই, - তাও আমি নাহি চাই, সে বিনা যে নন্দন শ্মশান ! তারি হাসি উষা হাসে তারি মুখে স্বৰ্গ ভাসে, , তারি বুকে দেবতার স্থান ! 8 , সে নিৰ্ম্মাল্য দেবতার, পবিত্র পরশ তার বহি আনে ফুলগন্ধী বায় ; ‘ বুকে রাখি, শিরে রাখি, সকল অঙ্গেতে মাখি, তৃপ্তি যেন নাহিক কোথায় ! ه تیم " অণু-পরমাণু তার নহে যেন এজরার, সে ফুটেছে ত্রিদিবের ফুল ! মর্ত্যে সেই মন্দাকিনী, অমৃতের প্রবাহিণী, আমি মরু তৃষিত আকুল । & স, ক্ষল স্মরণ-মাঝে তাহারি মুরতি রাজে, আমি তার নামেতে পাগল ; .৭ল নৃ ত চুপে চুপে, ' বিশ্বভর তারি রূপে, ва দেখি যেন তারেই কেবল । নিশ্বাসের মত আছে সে আমার কাছে-কাছে ... " ভরি’ মোর বাহির-অস্তর ; - তেমনি অবাধ-গতি, তেমনি সহজ অতি, আমার সে তেমনি নির্ভর। . . ঐগিরিজানাথ মুখোপাধ্যায়।