বিষয়বস্তুতে চলুন

পাতা:বঙ্গদর্শন নবপর্যায় ষষ্ঠ খণ্ড.djvu/৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ፋv এবং তাহারু সঙ্গে সঙ্গে লোককোলাহলও বাড়িতে লাগিল৷ ১৭নম্বর বাড়ীতেও এখন খুব কোলাহল আরম্ভ হইয়াছে। সেই বাড়ীটায় ঢুকিতেবামদিকে দোতলার সিড়ি ও সম্মুখে একটি ক্ষুদ্র প্রাঙ্গণ ৷ বাড়ীটা দক্ষিণমুখ । প্রাঙ্গণের পশ্চিমপাশ্বে রসুইঘর, তাহার সম্মুখে একটি থামের গায় জলের কল এবং তাহার নীচে একটি বড় চৌবাচ্চা। প্রাঙ্গণের উত্তরধারে একটি বড় লম্বা ঘর। এথানে ছেলের আহার করে এবং তাহার সঙ্গে সঙ্গে ওয়ার্ডস্ ওয়ার্থ বড় কবি, কি শেলি বড় কবি-রোসাহেব ভাল ইংরেজি পড়ান, না উইলসন্সাহেব ভাল পড়ান—“বঙ্গবাসী"র লেখা ভাল, কি “সঞ্জীবনী”র লেখা ভাল— ইত্যাদি অনেক বিষয়ে তর্কবিতর্ক করে। পূৰ্ব্বদিকে দুইটি ঘর,—তাহা দুইটি ছেলে অল্প ভাড়া দিয়া দখল করিতেছে । • উপর তলায় চারি দিকে আটটি ঘরতাহাতে • ১৬টি সিট পড়িয়াছে। ছাদের" উপর মাত্র একটি ঘর, সেখানে দুষ্টটি ছেলে থাকে। নীচেকার দুইটি সিটের ভাড় তিনটাকা, আর তেতলার দুইটি সিটের ভাড়া সাতটাকা। মোট বাড়ীভাড়ার বাকী ৪৩ টাকা দোতলার ১৬ সিটের উপর সুবিধা-অসুবিধ-বিবেচনায় বেণী-কমি করিয়া ধরা হইয়াছে। তাহাতে সিট্রগুলির ভাড়া १| ● श्हेप्ङ আরম্ভ •কুরিয়া २५० श्रृंशी]छु পডিয়াছে। অবত এই ছোট বাড়ীটায় ২•জৰ ছেলে থাকায় খুব বেশী জনত হইয়াছে, কিন্তু, বাড়ীভাড়াও যে আবার খুব शैब्रैडनि । উঠিবে কিরূপে ? যে হিসাবে ভাড়া ধরা হইয়াছে, মফস্বলের কয়জন ছেলে ইহার অধিক ভাড়া দিয়া কলিকাতায় বাস করিতে পারে ? সম্প্রতি যে সকল কর্তৃপক্ষ মেসের জনতানিবারুণের জন্ত বদ্ধপরিকর হইয়াছেন, র্ত,হীদের এ কথাটা স্মরণ রাখা আবশুৰ । এখন যাহা বলিতেছিলাম, তাই বলি। মেসের গোলমাল বাড়িয়ছে ; ছাত্রগণ স্নানাদি করিবার জন্ত নীচে নামিয়া আসিয়াছে। সিড়ির রেলিঙের উপর সারিসারি ভাঙ্গদের শুদ্ধবন্ত্র রাখা হইয়াছে। পাইপ হইতে সবেগে কলকলধ্বনিতে টবের মধ্যে জল পড়িতেছে । ছেলেদের মধ্যে কেহ সিঁড়ির উপর দাড়াইয়। তেল মাখিতেছে, কেত্ব টবের নিকট দাড়াইয়। মগে করিয়া জল তুলিয়া মাথায় ঢালিতেছে, কেত পাইপের আর একটা মুখ খুলিয়া দিয়া তাহার নীচে বসিয়া আরামে স্নান করিতেছে । একটি ছেলে তাহার ঘোর কৃষ্ণবর্ণের উপর সাহেবীরঙ্গ-ফলানোর আশায় দৃঢ় অধ্যবসায়ের সহিত সাবান মাধিতেছে । আর একটি ছেলে তাহা দেখিয়া বলিল—“নরেনবাবু, এ তে৷ আর চুল-কাটান নয় যে, নাস্তিকে পয়সা দিলেই ঘাড়ের দিকে ছোট, কপালের দিকে বড় করিয়া . কাটিয়া দিবে। এ যে স্বয়ং বিধাতার হাতের তুলির পোর্ট, সাবান ঘষিলে কি হবে ?” ইহা শুনিয়া, যে যেখানে ছিল, সকলে হাসিয়া উঠিল । 競 একটি ঝি বাজার হইতে আসিয়া রকুষ্টঘরের সম্মুখে তাহার চুপড়ি নামাইল । বামুনठाकूद्र निर्डीछ. श्रब्रभ हहैद्र बनिण-“कि, বেল; ইহুতি বুেশী লোক না থাকিলে ভাড়া তোমার কিরকম আৰেল বল ত এত ।