পাতা:বঙ্গদর্শন নবপর্যায় সপ্তম খণ্ড.djvu/২০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ᎼᎼb~ অনাৰ্য্যসংগ্রামে দেহপাত করিতে হইত। মনুষ্যলোক জয় করিতে না পারিলে পিতৃলোক বা দেবলোক জয় করিতে পারা যায় না । সুতরাং লেকালের আর্য্যসমাজ মনুষ্যলোকজয়ে উদাসীন থাকিতে-পারির্তেন না। শিক্ষায় পিতৃলোক এবং যজ্ঞাদিসম্পাদনে দেবশ্লোক জয় করিতে হয়। কিন্তু মনুষ্যলোক জয় করিতে না পারিলে, তাহা কদাচ সাধিত হইতে পারে না। বৈদিকযুগের আর্য্যসমাজ তাহা পরিজ্ঞাত হইয়া লোকজয়ের জন্ত বদ্ধপরিকর হইয়াছিলেন । অনার্য্যগণ দুৰ্ব্বলহস্তে অস্ত্রধারণ করিত না ; তাহারা সৰ্ব্বাংশে সম্পূর্ণ অসভ্য বলিয়াও পরিচিত ছিল না । তাহার আর্যাভিযানের গতিরোধ করিবার জন্ত যজ্ঞ নষ্ট করিত, আর্য্যোপনিবেশ বিধ্বস্ত করিয়া গ্রামনগর বিজুলবনে পরিণত করিত, পরাভূত ੱਂ পলায়ন করিয়া গিরিগহ্বরে আত্মরক্ষা কৰুিত। . মধ্যপ্রদেশ অপেক্ষা আর্য্যসাম্রাজ্যের প্রাস্তদেশেই আর্য্য-অনার্যের তুমুল সংঘর্ষ সমধিক প্রবলপ্রতাপে আইবিকাশ করিত । যাহাদিগকে নিরন্তর এই সকল প্রবল সংঘর্ষে লিপ্ত হইয় আত্মরক্ষা করিতে হইত, তাহারা যে স্বাধীনতাপ্রিয় বলিয়া সুপরিচিত হইবে, তাহাতে সংশয় হইতে পারে না । রাজধানী কোথায় ছিল ? এখন তাহ নিঃসংশয়ে নির্ণীত হইতে পারে না । কত স্থানে কত স্মৃতিচিন্তু পড়িয়া রহিয়াছে,—পরিখা, প্রাচীর, দুর্গ, দুর্গদ্বারের ধ্বংসাবশেষ,—পৌণ্ডবৰ্দ্ধনভূক্তির সকল স্থানেই দেখিতে পাওয়া যায়। তথাপি মালদহের অন্তর্গত “পাণ্ডুয়া”নামক স্থানই পুরাতন পৌণ্ডবৰ্ধনের প্রধান রাজধানী বলিয়া বোধ হয়। • বঙ্গদর্শন । [.৭ম বর্ষ, শ্রাবণ, ১৩১৪ এই রাজ্যে যত নদনদী প্রবাহিত ছিল, তাঙ্গর তীরে তীরে অসংখ্য সম্পন্ন গ্রামনগর দেখিতে পাওয়া যাইত। এখনও অনেক স্থানে তাহার ধ্বংসাবশেষ পড়িয়া রহিয়াছে। এই প্রদেশ নানা সময়ে নানা নামে কথিত হইয়াছে; —পৌণ্ডবৰ্দ্ধন নাম সৰ্ব্বাপেক্ষ পুরাতন । এই নাম এখন আর লোকসমাজে পরিচিত নাই। এখন পৌণ্ডবৰ্ধনের অধিকাংশ ভূমি বরেন্দ্রভূমি বলিয়া কথিত হইয়া থাকে। বরেন্দ্রভূমির মৃত্তিক রক্তাভ, অপেক্ষাকৃত উচ্চস্তরে অবস্থিত, এবং “বহুশশুপর্ণ” বলিয়া পুরাকাল হইতে • সুবিখ্যাত । @ ভারতবর্ষের ইতিহাসে নানা যুগ কল্পিত হইয় থাকে। প্রথম যুগ “বৈদিকযুগ” নামে পরিচিত। সে যুগের কোন লিখিত ইতিহাস বর্তমান নাই। তাহার ইতিহাসসঙ্কলনের একমাত্র উপাদান-বৈদিকসাহিতা। ভূমণ্ডলের অল্প কোন মানবসমাজে এত পুরাতন সাহি স্থা দেখিতে পাওয়া যায় না । কেবল পুরাতন বলিয়াই ইহাব মর্যাদা স্বীকৃত হয় নাই । যেমন পুরাতন, সেইরূপ সমুন্নত । কোন পৃপ:কালে ভারতবর্ষে মানবসভ্যতা বিকশিত ষ্টয়া উঠি; ছিল, তাহার কালনির্ণয় করিবার উপায় নাই । বৈদিকযুগে মিপিলারাজ্য বেদরক্ষার জন্য নানা আয়োজন করিয়া ভারতবিখ্যাত হইয়া উঠিয়াছিল। মিথিলাধিপতি জনকগণ তাহার छछ थमिक झट्टेग्नां अश्प्रिांटक्कन । ‘छनक'** কুলোপাধিবিজ্ঞাপক;—মিথিলার অনেক রাজা এই উপাধি গ্রহণ করিয়াছিলেন । তন্মধ্যে পুণ্যশ্লোক রাজৰি জনকের নাম জগদ্বিখ্যাত হইয়া রহিয়াছে। তাছার সময় হইতেই