পাতা:বঙ্গদর্শন নবপর্যায় সপ্তম খণ্ড.djvu/৩৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম সংখ্যা । ] পরেশনাথ । ·GAL তাহা প্লাঙ্গ বিগুস্ক থাকে, কেবল এক ধীরে স্বচ্ছ সলিলের একটি ক্ষীণ স্রোত প্রবাহিত হয় মাত্র । তাছা হাটিয়া পার হওয়া যায় । গোযান ও “পুনপুন”নামক নরযানগুলি এষ্ট সময়ে নদের উপর দিয়া অনায়াসেই পার ইয়া যায়। বর্ষাকালে, बछात्र गभग, ८नोको बाडोङ পারাপারের উপায় নাই । •o সম্প্রতি, ইষ্ট ইণ্ডিয়া রেলওয়ের গ্রগুকৰ্ড assa ( Grand chord line ) force, এষ্ট লাইনটি পরেশনাথের দক্ষিণ পাদমূল স্পর্শ করিয়া গয়াভিমুখে ধাবিত হইয়াছে । গয়৷ হইতে এই লাইন মোগলসরাইনামক 'ষ্টেশন পর্যন্ত গিয়াছে। কর্ডলাইন অপেক্ষ এই লাইনট দৈর্ঘ্যে অন্নতর হওয়ায়, এক্ষণে ইকারই উপব দিয়া অনেক টেন যা যি ত করিতেছে । পরেশনাথ একটি অখ গু গিরি নহে । ইহা একটি গিরিশ্ৰেণী । এই গিরিশ্রেণী পুৰ্ব্বপশ্চিমে প্রায় পচিশমাইল দীর্ঘ। গ্র্যাও কর্ড লাইনের গোম-নামক ষ্টেশন ইহার নিকটবৰ্ত্তী । কিন্তু পরেশনাথের সৰ্ব্বোচ্চ চূড় এথান হইতে কিছু দূরে অবস্থিত। ইসরিনামক ষ্টেশন হইতে ইঙ্গর সৰ্ব্বোচ্চ শিঙ্গর অধিক দূরবত্ত নহে । সুতরাং যাহারা পাহাড়ে উঠিবার ইচ্চা করেন, ঙাহাদিগকে ইস্রিষ্টেশনেই নামিত্তে হয় । কিন্তু ইস্রি-ষ্টেশনের দিকে পরেশনাগ্নে উঠিবার জন্য ভাল পথ নাই। যে পথ আছে, তাহা একান্ত তুরারোহ, দুর্গম ও বিপজ্জনক । অগত্যা পরেশনাথযাত্রিগণকে এই ষ্টেশনে নামিয়া, গোধান বা পুনপুন আরোহণপুৰ্ব্বক পৰ্ব্বতের উত্তরভাগে মধুবননামক স্বানে याईटङ श्ब्र । भक्षूदन हैन्ब्र-dटेशन हहै८ङ श्रांप्लेক্রোশ দূরবত্তী এবং পৰ্ব্বতের ঠিক পাদমূলে অবস্থিত। এখান হইতে পৰ্ব্বতের সৰ্ব্বোচ্চশিথর পর্য্যন্ত উঠিবার পথ আছে । এই পথ প্রায় আটমাইল দীর্ঘ । , এতক্ষণ পৰ্ব্বতে যাইবার পথের" কথাই বলিলাম, কিন্তু পৰ্ব্বতসম্বন্ধে বিশেষ কিছু বলি নাই। পরেশনাথপাহাড় দ্রষ্টব্য কেন ?-- ইহার বিশেষত্বই বা কি ? পাঠকবর্গের মনে এইরূপ প্রশ্নের উদয় হওয়া একান্ত স্বাভাবিক । পরেশনাথপৰ্ব্বত জৈনধৰ্ম্মাবলম্বী বক্তিগণের পক্ষে পরম পবিত্র তীর্থ। সমগ্র ভারতবাসী জৈন এই পবিত্র তীর্থস্থানটিকে দর্শন করা অতীব পুণ্যজনক কৰ্ম্ম বলিয়া মনে প্রতি বৎসর, ভারতবর্ষের নানা প্রদেশ হইতে দশসহস্ত্রের ও অধিকসংখ্যক যাত্রী পরেশনাথ পাহাড়ে আসিয়া থাকেন । জৈনসম্প্রদায়ের নরনারী, বালকবুদ্ধ,—সকলেরই পরেশনাথদর্শনের জন্ত আগ্রহাতিশয় দেখা যায় । ইহারা পরেশনাথকে “শেখরজী* বা “সমেত শেথরজী” নামে অভিহিত করিয়া থাকেন। সমগ্ৰ গিরিশ্রেণীকেই ইহার পবিত্র মনে করেন । চৰ্ম্মপান্তক পরিয়া কেহ পৰ্ব্বতে আরোহণ করেন না এবং পৰ্ব্বতপরিভ্রমণকালে তদুপরি মলমূত্রও ত্যাগ করেন না। পৰ্ব্বতের সৰ্ব্বোচ্চ চূড়ায় তীর্থঙ্কর পরেশনাথস্বামীর একটি সুন্দর ও বুহুং-মানার আছে । এতদ্ব্যতীত, ইহার অনেকগুলি শৃঙ্গে আরও অনেক মন্দির আছে। সেই সকল মনিরে তীর্থঙ্করণের প্রস্তরময় পাদচিহ্ল ফুপিত আছে। জৈনগণ সেই সকল প্রস্তর করেন ।