পাতা:বঙ্গদর্শন নবপর্যায় সপ্তম খণ্ড.djvu/৪২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মনীষা । [ মিশ্রকাব্য ] তৃতীয় সর্গ। শুক্র তারা শিরে পরি’ নামিল প্রভাত ধীরে ধীরে মুবর্ণ হিল্লোলে বিশ্ব ফুটাইয়া নিবিড় তিমিরে। আমরা ত্যজিয়া শয্যা যত্নে সঞ্জাইয়া এ উহারে নামিলাম সভাগৃহে—তখনও সুবর্ণ ফুৎকারে সৰ্ব্ব কক্ষ ভরে নাই পূরব-সুন্দরী। রবি রেখা উৰ্দুস্থিত কলা-মৃদ্ধ মুথ-রাজি পরে মাত্র দেখা দিল রাঙা অনুরাগে । শিড়াইয়া মোরা ফেয়ারার পাশ্বে যেন হেরিতেছিলাম শুভ্র রজত উংসার,— সঙ্গস আসিল বেল নিদ্রাশূন্য বিবর্ণ বদনেপড়েছে কালিমী রেখা অশ্র ভরা নয়নের কোণে । “পল ও পল ও তর্ণ” কত ভয়রদ্ধ কণ্ঠস্বনে— “দিদি জেনেছেন সব”—জিজ্ঞাসিতু “জানিলা কেমনে ?” "বুঝি সে আমার দোষে"--তিতিল বালিকা আঁথি লোরে “পূর্ণ দোষী নহি তবু, ক্ষমা কর ক্ষমা কর মোরে। শুন আনুপূৰ্ব্ব কহি । ধারা আছে দিদির কেমন বিদ্রুপে বিক্রপে বিধি চন্দ্রীরে করিবে জালাতন নিশি নিশি। কেবলই বলিবে মনীষা হেথাকার t মাথা—দোহে ক্টোর দুই বাহু তার ছিল আগেকার এমনিই বোঝাপড়া—বিপরীত নেহারি এখন,– চন্দ্ৰাই দক্ষিণ হস্ত সৰ্ব্বময়ী—আমি অযতনত্যক্ত বাম হস্ত সম—লাগি মাত্র দু’চারিট কাজে,— চন্দ্ৰ সৰ্ব্ব স্নেহ জুড়ি অধিকাংশ ছাত্ৰী-ল’য়ে আছে। . তোমা সবে ਚੋਂ গত রাত্রে নিন্দিল অপার,— ‘রাণীর দেশের নারী—কিছু নাই কিন্তু প্রশংসার ; এমন কর্কশ আমি দেখিনিত বাপdজনমে,– ' নারীত্বের বিন্দু দি থাকে। পুরুষ ভ্ৰমে