পাতা:বঙ্গদর্শন নবপর্যায় সপ্তম খণ্ড.djvu/৪৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উর্বরতা। কোনও জমি উৰ্ব্বর এ কথা বলিলে ইহাই বুঝিতে হইবে যে সেই জমিতে গাছের জীবন ধারণ ও বৃদ্ধির জন্ত যে সকল খাদ্যের প্রয়োজন, তাহার সমস্তই যথেষ্ট পরিমাণে আছে। রসায়ন শাস্ত্রে ইহার কারবন, অক্সিজেন, হাই ম্যাগনেসিয়ম্, কু্যালসিয়ম্, লৌহ এবং গন্ধক নামে পরিচিত । 靜 এই কয়টি মূল পদার্থের সকলগুলিই গাছের পক্ষে একান্ত আবশ্যক। গাছের জীবনে ইহাদের প্রত্যেকটিরই একটি বাধা নির্দিষ্ট কাজ আছে। লৌহের কাজ পোটাসিয়মে হয় ন, ফসফোরাসের অভাব নাইট্রোজেন পূরণ করিতে পারে না –সুতরাং কোনও জমিতে এই সকল মূল পদার্থের একটি মাত্রেরও অভাব ঘটলে গাছের পক্ষে তাহ মারাত্মক । বাকী অন্যান্ত সমস্ত খাদ্য প্রচুর পরিমাণে থাকিলেও গাছের তাহ কোনই কাজে আসে না । এই সকল ভিন্ন ভিন্ন জাতীয় উদ্ভিদূ-থাম্বের সকলগুলিই বিভিন্ন পরিমাণে প্রায় সমস্ত জমিতেই ছড়াইয়া আছে। যে জমিতে শুধু ঘাস, বুনো কুল, কি করমচার গাছ জন্মিতে থাকে তাহাকে আমরা সাধারণত অনুৰ্ব্বর বলিয়া থাকি। কিন্তু সে জমিতে কোনও জাতীয় উদ্ভিদই যে জন্মিয়াছে, ইহাতেই প্রমাণ হয় তাহ ऽर्कब्र-शांटाइम जैौदन थांबरगब बछ oा प्रशनै মৌলিক পদার্থের প্রয়োজন, তাৰায় সকল গুলিই সেখানে আছে। এ জমিতে যে ধান্ত অথবা ইক্ষু জন্মে না তাহার কারণ অন্ত । হয়ত এ স্থলে মাট সহজেই ঐত জমাট বাধিয়া যায় যে ধানের শিকড় সেখানে প্রবেশ করিতে পারে না । এখানকার মাটির স্তর হয়ত এমন ভাবে আপাতত দানা বাধিয়া আছে, যে সেখানে “রস” সংগৃহীত হইবার উপায় নাই।. তাহা ব্যতীত এমনও হইতে পারে যে সেখানে দশটা খাদ্যের দু’একটি অত্যন্ত অল্প পরিমাণে আছে । বিভিন্ন গাছের জন্য বিভিন্ন পরিমাণে খাদ্যের প্রয়োজন হয় । একমণ ধানের হয়ত একসের নাইট্রোজেন্‌ নহিলে চলে না, বুনে কুলের হয়ত একছটাক নাইট্রোজেনেই চলিয়া যায়। ধান যেখানে উপবাসে মরে, ঘাস ও আগাছা সেখানে এই জন্তই অনায়াসে দিব্য হৃষ্ট পুষ্ট হইয়া উঠিতে পারে। পৃথিবীর বিভিন্ন স্থানের মৃত্তিকার রাসায়নিক বিশ্লেষণ করিয়া কোন সুবিখ্যাত ভূতত্ত্বৰিঙ্গ (Professor F. W. Clarke of the United States Geological Survey) সিদ্ধান্ত করিয়াছেন, গড়ে পৃথিবীর সর্বত্র প্রথমস্তরের সাতইঞ্চি মাটিতে ষে পরিমাণ লৌহ আছে তাহতে প্রতিবৎসর বিঘা প্রতি ২৩ মণ করিয়া ভুট্ট উৎপন্ন করিলে ২,৪০,••• বৎসরে লৌহ ফুৱাই যাইবার সম্ভাবনা নাই। এবং যে পরিমাণ ক্যালসিয়ম্। আছে তাইতে ৬১,••• বৎসর, ৰে