পাতা:বঙ্গদর্শন নবপর্যায় সপ্তম খণ্ড.djvu/৪৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8ఏ8 বদর্শন। [ ৭ম বর্ষ, মাখ, ১৩১৪ গুতি নয়ন মেলিয়—সহসী সে বংশগত কোক অধিকার কৈল চিত্ত ;—মনে হ’ল মিছে নারী-লোক,— কুমারী মনীষা যেন চিত্রগত মায়া তুলিকায় – - জীবন্ত সে ব্যায়ী যেন মুহুর্তৃেক মিলাল মিথ্যায়। ইন্দ্রজাল মনে হল সেই সৌধ, সেই নারীচয়, তার মাঝে আমি যেন ভ্ৰমিতেছি ঘুরি ছায়াময় ! সর আছে—কিছু নাই—এই এক অদ্ভুত খেয়াল ধরিল আচ্ছন্ন করি, ভুলিলাম যেম দেশকাল । তবুও বিপুল বেগে হৃদিমাঝে বাজিল ধমনী কি অব্যক্ত ব্যথা ভরে । মনীষার হেরিয়া চাহনি চক্ষু ভরি এল নেশা—বক্ষ ভেদি বাহিরিল খাস, সহসা আমার জানু নত হ’তে-চাহিল সত্রাঁস । অবশেষে চড়ি ঘোড়া বাহিরিনু নদীপথ ধরি, অগ্ৰে চলিলাম মোরা—নারীদল এল অমুসরি । মনীষার পাশ্বে আমি,—কছিলেন আমারে তখন ”সখি ! তব সঙ্গিনীরে বলিনু কি পরুষ বচন কালি প্রাতে ? অনিচ্ছায় কহেছি সে কথা ।” কহিলাম না না, তীরে হয়নি পরুষ ;—তবে র্যার মনস্বাম জানাইমু ও চরণে র্তার পক্ষে কিছু রক্ষ বটে !” চকিতে বিস্ময়মিশ্র করুণ শোভিল জাথিপটে,— “আবার সে কথা ?” চিৎকারি উঠিলা রাজ্ঞী। “ভাল শেষ করহ বক্তব্য তব—অনুমতি দি ; দূর দেশ হইতে এসেছ ;--কিন্তু কছু আর তুলোনা এ কথা।” ভগ্ন ভাষে কহিলাম—“জানি জানি তাহার বীরতা - সাধ হয় মনে-মোর-ইচ্ছা ছিল নৃপতির মনে— আপন পুত্রের দেন পরিণয় মনীষার সনে । কিন্তু কই পূরিল সে আশ ? সারা বিশ্বটি খুজিয়া সে রাজপুত্রের মত মিলিবে না প্রেমময় হিয়া। তাহারি হৃদয়খানি অভিব্যক্ত আজি আপনার ও জাথিদর্পণ মাঝে হইতেছে যেন বার বার।