পাতা:বঙ্গদর্শন নবপর্যায় সপ্তম খণ্ড.djvu/৫০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশম সংখ্যা । ] মনীষা । জ্যোতিৰ্ম্ময়ি! শুন আর এ দক্ষিণাপথে}নেহারিয়া . ওই বহ্নি-শিখা—সে পতঙ্গ বুঝি’আসিত উড়িয়— তব পাছে উন্মত্ত ছুটতে। রাষ্ট্ৰী যদি রাখেন এ পণ দারুণ নৈরাখে তবে কুমাবুের টুটিবে জীবন।” “আ—রে অভাগ্য যুবা!”—কহিল মনীষা—“দেশে তা’ গ্রন্থ নাই ? ব্যায়াম কি খেলা ধূলা –এ সব ব্যাপার • সে দেশের জানে না কি কেহ ? ছিছি লাজে মরি তুচ্ছ এক ধারণারে মূঢ়-সম হৃদয়ে আঁকড়ি’ রেখেছে পুরুষ হ’য়ে ? একি নারী-প্রকৃতি তাহার ? মোদের বালিকা চিত্তে অমনিই দুৰ্ব্বলতা-ভার ছিল এক দিন-কত ছবি অমনিই স্বপ্নময় আঁকিতাম ভবিষ্যৎ পটে,--বুঝি তাহারে হৃদয় তেমনি শিশুতা-ভরা খেলিছে কল্পনা-ছবি ল’য়ে । সে এক অতীত জন্ম গিয়াছে আমার কবে ব’য়ে।— সে শিশুত্ব-অবসানে লভিয়াছি আদর্শ জীবন, নর-সম-মহিমায় নারীচিত্ত করিব গঠন দেবীত্ব উজ্জীবি তাহে পুনঃ ।” ক্ষণেক নীরবে রহি” উচ্চ রোলে হাস্ত তুলি নবগৰ্ব্বে উঠিলেন কহি “বাক্য-দত্ত ? কারো বাক্যে কোনো কালে ফিরি না আমরা । উশতী ! উশতী ! তুমি উঠ চিত্তে জাগি গৰ্ব্বভরা মূৰ্ত্তিমতী যেমতি বসিলে সতি ! অটল অন্তরে স্বসেন-ঈশ্বরে উপেক্ষিয়, যবে মদ্যসভা’পরে তাল-কুঞ্জ-গৃহে তোমা লইতে প্রেরে সে শত দূত।” কহিলাম তবাশ্ৰিত “প্রেমলতা ঝটিক-বিচ্যুত করি কেন ফেলিছেন রাজী ? রাজপুত্রে আমি ভাল জানি,— জানি প্রেম-প্রবণ সে হিয়া । কেনই বা মহারাণী এ বিপুল আয়োজনে চির-বৃদ্ধ পুরুষ-মহিমা করিবারে বজ-দগ্ধ রোষদৃপ্ত ও হৈম প্রতিমা ? অনুমতি দিয়েছেন নাকি—তাই কছি—অসম্ভবসম মানি সে বিরাট উদ্দেশু সাধন। প্রাণ তব 8 . 8:&