পাতা:বঙ্গদর্শন নবপর্যায় সপ্তম খণ্ড.djvu/৫৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

688 यत्रल-निो ৭ম বর্ষ, ফাঙ্কন, ১৩১৪ করতোয় মাহাত্ম্য, ক্যানিংহাম ব্যতীত, স্বতরাং মহাস্থান যে প্রাচীন’ পৌণ্ডবৰ্ধন সেতিহাস বগুড়া বৃত্তাত্ত, লঘুভারত, এবং গ্রাম্য নগর সে বিষয় অর্মিাদের কোন সন্দেহ নাই। প্রাচীন কবিতা প্রভৃতি স্থানীয় ইতিহাস সৰ্ব্বশেষে আমাদের বিনীত নিবেদন এই গুলিতেও মহাস্থানকেই পৌণ্ডবৰ্দ্ধন বলিয়া যে, গোঁড় কাহিনীর দ্যায় একখানি উপাদেয় বর্ণিত হইয়াছে। এমন কি আমরা বাল্যকাল " গ্রন্থ ভ্রমসম্বুল হইলে,—ইতিহাস কলুষিত হইতেই মহাস্থান যে iৈীও ক্ষেত্রে, তাহ বৃদ্ধ হইবে আশঙ্কায়, গ্রন্থ প্রকাশের পূর্বেই আমরা গণের মুখে শুনিয়া আয়িতেছি । g প্রতিবাদটী উপস্থিত করিলাম। o ঐহরগোপাল দাসকুণ্ডু। মনীষা । { মিশ্রকাব্য ] তৃতীয় সর্গ। মনীষা সমুচ্চে কহে—“শাস্তি! শান্তি। থাম বন্যবালা ! বকিয়ে না পাগলের মত,-রাজপুত্র প্রেম-ঢালা পারিজাত দিলেও আমারে—ত্যজ্য তাহা হবে মম ; জাননা কি—আমরা দিয়াছি প্রেমপুষ্প বলি সম দেবতার পদে ? সাহস দুর্জয় তব হৃদিমাঝে আছে বুঝিলাম। অদ্যাবধি হেন ভাষা মোর কাছে কহিতে পারেনি কেহ। সন্তান দুল্লভ নহে হেথা— ফুটে তারা অযতনে উপেক্ষায় মৰ্ব্ব যেথা সেথা। পুত্রকন্ত ভালবাসি—কিন্তু তারা ঝরিয়া শুকায়,— মনে রেথো ভ্রান্ত নারী—শ্রেষ্ঠ কাৰ্য্য মরে না ধরায়। রবি-শশি সম তো'র নবতর বিতরি আলোক মানবে মহান করি জীয়ে রয় ভুরিয়া ভূলোক । ‘নারী-চিত্ত-বন হ’তে তুলে নর পুত্র কণ্ঠ ফুল,— জর্জর জীবন তাহে আমাদের হিয়া চিন্তাকুল। হা হ’য়ে যে নারী হেরে নিজ পুত্র পাপ পথে ধায় রাখিতে বেদনাভার ঠাঁই তার রহে না ধরার।