পাতা:বঙ্গবিজেতা.djvu/১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

鹦久 বঙ্গবিজেত্ব । লাগিল, মুখমণ্ডল বিকৃতি ধারণ করিল, শরীর কণ্টকিত হইল, উজ্জ্বল চক্ষু আরও ধক্ ধৰ্ব্ব করিয়া জলিতে লাগিল। প্রদীপ স্তিমিতপ্রায়, ঘরেয় চারিদিকে নিবিড় অন্ধকারে বায়ু স্বনৃ স্বনৃ শব্দে প্রবলবেগে প্রধাবিত হইতেছে ও মহাশ্বেতার সীমান্য কুটারকে বেগে আঘাত করিতেছে ; কিন্তু স্কৃতিজাত প্রবল চিত্তবায়ু তদপেক্ষা শতগুণে বেগে মহাশ্বেতার হৃদয়কদের আঘাত করিতেছিল । শিখণ্ডিব;হন এই প্রকার বিকৃতি অবলোকন করিয়া মহাশ্বেতাকে পুৰ্ব্ব বৃত্তান্ত হইতে নিরস্ত হইতে বলিবার ইচ্ছ। করিলেন, কিন্তু তাহার মুখে বাক্যস্থ,ন্তি হইল না। অনেকক্ষণ নিস্তব্ধ থাকিয়া মহাশ্বেত বলিলেন—“ আমি পাপীয়সী বটি; ষে পরের অমঙ্গলের জন্য সপ্ত বর্য পর্দান্ত ব্ৰতধারণ করিয়া থাকিতে পারে, সে পাপীয়সী নহে ত কি ? কিন্তু সামান্য অত্যাচারে আসি পাপত্ৰত অবলম্বন করি নাই । শ্রবণ করুন, ” সরলচিত্ত শিখণ্ডিবাহন অগত্য নিস্তব্ধ হইয়া রহিলেন । তৃতীয় পরিচ্ছেদ । سس جبهه س-- ব্ৰতাবলম্বিনীর পূর্বকথা । But o'e: "er wal riors bloody bier The lady dropped utu slower nor tear. Wengeance deep brooding on the slain 11:ltì Iocl«d tłit: saiılı:e of softer wòe, And bunning pride and high disdain Forbade the rising tear to flow. Scott.

  • আমার স্বাণী রাজা সমরসিংহ বঙ্গদেশের ভূষণ ছিলেন। পাঠান দায়ুর পর সহিত যৎকালে মোগলদ্বিগের যুদ্ধ আরম্ভ হয়, আকৃবরাহ স্বয়ং যে সময়ে পাটন নগর বেষ্টন করেন ও গঙ্গার অপর পাশ্বস্থ হাজীপুর নগর তাধিকার অভিল{য করিয়া অালমখাকে প্রেরণ করেন, রাজা সমরসিংহ এক সহস্ৰ অশ্বারোহী লইয়। মহাবীৰ্য্য প্রকাশ করিয়াছিলেন ও তিনিই সেই নগর হস্তগত করিবার প্রধান কারণ ছিলেন। র্তাহার বীরত্ব-বৃত্তান্ত শ্রবণ করিয়৷ দিল্লীশ্বর এত চমৎকৃত হইয়াছিলেন যে, কিছু

দিন পরে পাটনা হস্তগত করিয়া দিল্লী প্রত্যাগমনের সময়ে আমার স্বামীকে | v. f : |