পাতা:বঙ্গবিজেতা.djvu/১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

e বঙ্গবিজেতা । > * সেনাপতি-পদে নিযুক্ত করেন ও রাজা উপাধি দেন। তাহার অনতিবিলম্বেই সাগর-তরঙ্গের ন্যায় মোগল সৈন্য বঙ্গদেশ প্লাবিত করিল ৷ তরীয়াঘড়ি জয় করিয়া পরে বঙ্গদেশের রাজধানী তও। নগর হস্তগত করিল । তথা হইতে মনাইমখাকে ও টে{ডরমল্পকে অল্প সৈন্য সমভিব্যাহারে পলায়নপর দাযুদখার পশ্চাতে প্রেবণ করিলেন,—রাজা সমরসিংহ সানন্দ-চিত্তে টেডরমলের সহিত শত্রুপরিপূর্ণ বঙ্গদেশে যুদ্ধ করিতে নির্গত হইলেন। ত গু হইতে ধীর ভূমি, বীরভূমি হইতে মেদিনীপুর, মেদিনীপুর হইতে কটক,—টোডরমর যেখানে যেখানে গিয়াছিলেন, সৰ্ব্বত্রই আমার স্বামী তাহার দক্ষিণ হস্তের মন্ত সঙ্গে সঙ্গে ছিলেন । যে যে যুদ্ধে টোডরমল্ল জয়লাভ করিয়াছিলেন, রাজা সমরসিংহ সেই সেই যুদ্ধে আপনার নৈসর্গিক বীরত্ব ও সাহস প্রকাশ করিয়াছিলেন । সে বীরত্ব ও সাহসের কি এই পুরস্কার ? * * “ পরে কটকের নিকট সে সহ যুদ্ধ হয় তাহতে মনাই মর্থ স্বয়ং বর্তমান ছিলেন । মোগলের প্রায় পরাস্ত হইয়াছিল। মনাইমখ ধুদ্ধক্ষেত্র হইতে বেগে পলায়ন করিয়াছিলেন । আলমখ। যুদ্ধে নিহত হন ; কিন্তু রাজা টোডরমল্ল ও রাজ সমরসিংহ ভয় কাহাকে বলে জানিতেন না । রাজা টোডরমল্প বলিলেন, ‘অলিমখার মৃত্যু হইয়াছে, তাহাতে ক্ষতি কি ; মনাইমর্থ পলায়ন করিয়ছেন তাহাতেই বা আশঙ্কা কি ; সাম্রাজ্য BBBB BB BBBS BBBBB BBBB BBSBBB S ggB BB BBBBB হইতে না হইতে সমরসিংহ সিংহের মত লম্ফ দিয়া শত্র বৃহমধ্যে প্রবেশ করিলেন, মোগল সৈনা বঙ্গদেশীয় জমিদারের সাহস দেখিয়া পুনরায় যুদ্ধারম্ভ করিল, দযুদখা পরাস্ত হইলেন। তৎপরেই যে সন্ধিস্থাপন হইল, সেই সন্ধি সংস্থাপনের সময়ে মনাইমখা দাযুদপাকে জিজ্ঞাসা করিলেন, ‘মহাশয় প্রায় এক বৎসর আপনি আমাদের সহিত যুদ্ধ করিতেছেন, আমাদের কোন সেনাপতি যুদ্ধে অধিক স্থার সাহস প্রকাশ করিয়াছেন আপনি অবশুই বলিতে পারেন । পাঠানরাজ উত্তর করিলেন, ‘প্রথম ক্ষত্রিয়কুলচুড়ামণি রাজা টোডরমল্ল, দ্বিতীয় বঙ্গীয় জমাদার রাজা সমরসিংহ।’ এই কথা উচ্চারিত হইভেমহইতে সমগ্র দরবার জয়ধ্বনি ও কোলাহলে প্লাবিত হইল ; সেই জয়ধ্বনি বামুমার্গে আরোহণ করিয়া সমগ্র বঙ্গদেশ, আচ্ছন্ন করিল; চতুৰ্বেষ্টিত দুর্গে—যথায় আমি একাকিনী উপবেশন করিয়া যুদ্ধে স্বামীর বিপদ আশঙ্কা করিতেছিলাম,—প্রবেশ করিয়া আমার শরীর কণ্টকিত করিল ! অদ্য কি না সেই সমরসিংহের বিদ্রোহ-অপবাদে