পাতা:বঙ্গভাষার ইতিহাস.djvu/১০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&b" বঙ্গ ভাষার ইতিহাস । দেশপূর্ণ বক্ততা সমূহ পাঠ করিয়া সকলেই পরিতৃপ্ত হন । সম্প্রতি কয়েক মাস হইল, ইংলগু হইতে প্রত্যাগত হইয়। “সুলভসমাচার” নামক একখানি এক পয়সা মূল্যের পত্র প্রচার করিয়াছেন । এক্ষণে বাঙ্গালাভাষার শুভকাল উপস্থিত। পূৰ্ব্বোক্ত সুলভের আদর্শ গ্রহণ করিয়া অনেকগুলি পত্র প্রচারিত হইয়াছে, তন্মধ্যে “সাহিত্যমুকুর” বর্ণনার যোগ্য। এতদ্ব্যক্তিরিক্ত "আমার গুপ্ত কথা” নামক একখানি রহস্যমূল ও উপদেশপূর্ণ নবেল সংখ্যানুসারে প্রকাশিত হইতেছে । সম্প্রতি দ্বাবিংশতি ফৰ্ম্মায় প্রথম পৰ্ব্ব সমাপ্ত হইয়াছে। আমরা অনুসঙ্গন দ্বারা অবগত হইলাম, শোভাবাজারের রাজবংশীষ বিদ্যামুরাগী ত্রিযুক্ত কুমার উপেন্দ্রকৃষ্ণ বাহাদুনের যত্নে ও উপদেশে প্রভাকরের সহকারী সম্পাদক ভুবন বাবু ইহার রচনা করিতেছেন । ইহা পাঠ করিয়া অনেকেই কৌতুক ও উপদেশ লাভ করিতে পারিবেন সন্দেহ নাই । গ্রন্থকার বঙ্গদেশের দুনীতি সংশোধনার্থ যত্নশীল হইয়াছেন । আমরা ভরসা করি, দেশহিতৈষী মহোদয়গণ রচয়িতাকে উৎসাহিত করিয়া প্রকৃতগুণের অ1দর করিবেন । পণ্ডিতবর আনন্দচন্দ্র বেদান্তৰt iীশ, ভরতচন্দ্র শিরোমণি, জয়নারায়ণ তর্কপঞ্চানন, জগন্মোহন তর্কস্কার, হেমচন্দ্র ভট্টাচাৰ্য্য, কৃষ্ণধন বিদ্যারত্ব,মধুরানাথ