পাতা:বঙ্গভাষার ইতিহাস.djvu/১০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবস্থা। দ্বিতীয়, বাঙ্গাল বা প্রাকৃত। এবং তৃতীয় সংস্কৃত বা বিশুদ্ধ। প্রায় নিত্য নিত্যই এখন নূতন নূতন অনেক পুস্তক আমাদিগের দৃষ্টিগোচর হয়, কিন্তু তাহার অধিকাংশই অসার। কলিকাতা বটতলার অনেক পুস্তক বঙ্গভাষার অপমান স্বরূপ ।