পাতা:বঙ্গভাষার ইতিহাস.djvu/১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গ ভাষীর ইতিহাস । *を এই কবিতা পাঠে স্পষ্ট জানা যাইতেছে যে, গোবিন্দ দাস, বিদ্যাপতি ও চণ্ডী বড়ুর পূর্ববী লোক নহেন । এবং তিনি যদি পূৰ্ব্বোত্ত ববিদ্বয়ের অধিক পরবত্তী লোক হইতেন, তাহা কইলে, বিদ্যাপতির ভণিতায় তাহার নাম প্রকাশিত থাকিত না । ভক্তমাল গ্রন্থে ইহাকে গোবিন্দ কবিরাজ বলিয়া লিখিত আছে । ঐ পুস্তক পাঠে জ্ঞাত হওয়া যায় যে, গোবিন্দদাস কবিরাজ বুধুরী গ্রাম নিবাসী রামচন্দ্র কবিরাজের ভ্রাতা এবং শ্রীনিবাস আচার্য্যের শিষ্য ছিলেন । ই হার প্রণীত কবিতা সকলও নিতান্ত কবিত্বশূন্য ছিল না। নিয়ে কয়েক পংক্তি প্রদত্ত হইল 2— “জয় বাঙন করে ধঃৰ সুধাকর পঙ্গুচাব গরি শিখরে । অন্ধধাই কিয়ে দশদিশে খোজ ন মিলব কলপতৰু নিকরে । শোনহ অন্ধ করত অতুবন্ধছা ভকত নখর মণি ইন্দু। কিরণ ঘটায় উদিত ভেল দশ দিশ হাম কি নাপায়ব বিন্দু। সোষ্ট বিন্দু গম যৈখানে পায়ব তৈখানে উদিত নয়ান। গে,বিন্দ দাস অতয়ে অবধার ল ভকত কৃপ। বলবান ৷”