পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, প্রথমাংশ, রাজন্য কাণ্ড).djvu/১১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পূর-রাজবংশ। ] রাজস্থ্য-কাণ্ড %et শাসনসমূহ প্রতিপালিত ও বঙ্গবাসিগণকে ধৰ্ম্মস্থত্রে গ্রথিত দেখা যাইতেছে, সব গিয়াছে ৰটে, কিন্তু এখনও যে সদাচার-প্রতিপালনের জন্ত বঙ্গবাসী উন্মুখ, এখনও যে ব্রাহ্মণপ্রাধান্তরূপ সমাজশাসনে বঙ্গের হিন্দুসমাজ নিয়ন্ত্রিত, সেই মিলনের দিন হইতেই তাহার স্বচনা –সাদিক ব্রাহ্মণগণ হইতেই তাহ প্রস্তাবিত এবং পরে এখানকার কায়স্থগণ হইতেই তাহ সমর্থিত ও প্রতিপালিত হঠুছিল | যতদিন যশোবর্ণ জীবিত ছিলেন, ততদিন কান্তকুজে পৃথুর রাজ্য চলিয়াছিল। বিপদে সম্পদে হিন্দুকুলতিলক যশোবর্ষ্য একদিনের জন্যও স্বীয় উদ্দেশু বিস্তৃত হন নাই। কত বৈদেশিক আক্রমণে তিনি হইয়াছেন, কতবার কাশ্মীর-সৈন্ত কান্তকুঞ্জের যথাসৰ্ব্বস্ব গ্রাস করিতে অগ্রসর হইয়াছে, তথাপি যশোবন্ম কনৌজের সিংহাসনে বসিয়া বৈদিক ধৰ্ম্মোদ্ধারের যে যত্ন ও অধ্যবসায় দেখাইয়া গিয়াছেন, তাহারই প্রভাবে আজও কান্তকুক্ত বঙ্গবাসীর চক্ষে সাগ্নিক বিপ্রের লীলাভূমি, বেদবিধিপালনকারী বুদ্ধিজীবী কায়স্থগণের আদিজন্মভূমি ও পুণ্যময় মহাক্ষেত্ররূপে সমাদৃত হইয়া থাকে। কিন্তু কালের কি কঠোর নিয়ম ! সে রামও নাই, সে অযোধ্যাও নাই ! সেই স্বর্ণপুরী এখন যেন মহাশ্মশানে পরিণত ! মঙ্গরাজ যশোবর্ষার পর কনোজ-সিংহাসনে যথাক্রমে বজায়ুধ, ইন্দ্রায়ুধ ও চক্রায়ুধ রাজত্ব कानां८छब्र *ब्रजडौं করিয়া গিয়াছেন । বাকৃপতির গৌড়বধকাব্যে যশোবর্ষার পরিচয় खश्रtयूक्षविश्; যেরূপ বিস্তৃতভাবে লিপিবদ্ধ হইয়াছে, প্রসিদ্ধ কপূরমঞ্জরী-নাটিকায় সেইরূপ পঞ্চালপতি বজায়ুধের কনৌজে গমন ও তাহার র আভাস পাওয়া যায়। যশোবৰ্ম্ম যেরূপ কাশ্মীরপতি ললিতাদিত্যের নিকট পরাজিত হইয়াছিলেন,সেইরূপ বজায়ুপ্তও কাশ্মীরপতি জয়াপীড়ের নিকট পরাজিত ও সিংহাসনচ্যুত হইয়াছিলেন।” এই বজায়ুধের সচিত কমলাযুদ্ধ যশোবর্ণার কিরূপ সম্বন্ধ ছিল, তাঙ্গ জানা যায় নাই। তবে ললিতাদিত্য যেরূপ, র্তাহার এক পুত্রের নাম বিজুদিত্য রাখিয়াছিলেন, সেইরূপ কমলাযুদ্ধও তাহার একপুত্রের নাম বজায়ুধ রাখিতে পারেন। রাজতরঙ্গিণী হইতে জানা যায় যে, জয়াপীড় পঞ্চগৌড়ের নৃপতিগণকে পরাজিত করিয়া শ্বশুরকে তাহাদের অধীশ্বররূপে স্থাপনপূর্বক ফিরিবার সময় কনৌজসিংস্থাপন কাড়িয়া লইয়া যান। সম্ভবতঃ এই সময়ে জয়াপীড়ের কৌশলেই হউক, অথবা যেকোন কারণেই হউক, কনৌজপতি গোঁড়াধিপের প্রাধান্ত স্বীকার করিতে বাধ্য হন। বজায়ুধ সিংহাসনচু্যত হইলে যশোবর্ষার অপর পুত্র চক্রায়ুধ সম্ভবতঃ গৌড়পতির চেষ্টায় কনৌজের সিংহাসনে অধিষ্ঠিত হইয়াছিলেন। জৈনদিগের নানাগ্রন্থে তিনি “আমরাজ নামে প্রসিদ্ধ। কিন্তু সিংহাসনলাভের পর তিনি জৈনধৰ্ম্মে বিশেষ অনুরক্ত হইয়া পড়িয়াছিলেন এবং সেই জন্তই বৈদিককৰ্ম্মানুরক্ত - ব্রাহ্মণসমাজ তাহার উপর নিতান্ত বিরক্ত হইয়াছিলেন। বৈদিকমার্গপ্রবর্তক গৌড়পতির সাহায্যে সম্ভবতঃ ব্রাহ্মণসমাজই চক্রায়ুধকে সিংহাসনচ্যুত করিয়া তাহার পুত্র ইজরাজ বা ইন্দ্রায়ুধকে (**) Vincent A. Smiths' Early History of India, p. 249. >8