বিষয়বস্তুতে চলুন

পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, প্রথমাংশ, রাজন্য কাণ্ড).djvu/৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

श्रांनेि कांब्रह्-ब्रांबदश् । ] রাজন্য-কণগু \bé কৃতকাৰ্য্য হইলেও মগধের বাহিরে অর্থাৎ সারনাথ প্রভৃতি স্থানের বৌদ্ধতীর্থসমূহে হস্তক্ষেপ করিতে সাহসী হন নাই। কিন্তু মগধ হইতে কর্ণসুবর্ণ পর্যান্ত সমুদয় ভূভাগ কিছুদিনের জন্ত তাহার করতলগত হইয়াছিল, সাঁ চুহ নাই। ৬০৬ খৃষ্টাব্দে রাজ্যভার গ্রহণ ভগিনী রাজ্য শ্রীর উদ্ধারসাধন ও ভ্রাতৃহন্ত গোঁড়াধিপ নরেন্দ্রগুপ্তের প্রাণীসংহার কী ৷ হর্ষদেব সম্ভবতঃ পিতৃরাজধানী থানেশ্বরে ফিরিয়া । আসেন, তৎপরে কান্তকুজে র -পরিবর্তন ও স্বরাজ্যের সুশৃঙ্খলাস্থাপনে কিছুদিন কাটিয়া যায়। সেই সময়েই সম্ভব শশাঙ্কদেব মগধ আক্রমণ করেন। যাহা হউক, রাজা শশাঙ্কের অত্যাচার-সংবাদ হর্ষদেবের কর্ণগোচর হইলে তিনি কর্ণসুবর্ণপতিকে উপযুক্ত শাস্তিপ্রদানের নিমিত্ত অগ্রসর হইয়াছিলেন, সন্দেহ নাই। এই সময় তাহার, হৃদয়ে আৰ্য্যাবর্তের সম্রাট হুইবার বাসনা জাগিয়া উঠে। চীনপরিব্রাজক লিখিয়াছেন, পাচ ছয় বর্ষের মধ্যে র্তাহার জিগীষার কিছুমাত্র তৃপ্তি হইল না। মুহূর্তের জন্ত ও র্তাহার সৈন্তগণ যুদ্ধবেশ পরিত্যাগ করিতে পারিত না । বলা বাহুল্য, গৌড়, মগধ ও কর্ণসুবর্ণে র্তাহার সহিত শশাঙ্কদেবের দারুণ যুদ্ধ চলিয়াছিল। হর্ষদেব প্রথমতঃ মগধ উদ্ধার করিয়া তাহার প্রিয় সহচর মাধবগুপ্তকে তাহার আধিপত্য দিয়া থাকিবেন, কিন্তু মাধবগুপ্ত হর্ষদেবের সঙ্গ পরিত্যাগ না করিয়া নিজ প্রিয়পুত্র আদিত্যসেনের উপর শাসনকর্তৃত্ব অর্পণ করেন। সম্ভবত: ৬০৯ খৃষ্টাব্দে এই ঘটনা ঘটে।” মগধ হইতে হর্ষদেৰ পুৰ্ব্বাভিমুখে সসৈন্তে বিজয়পতাকা তুলিয়া অগ্রসর হইতে লাগিলেন। Q 翻 প্রথমতঃ যে সময়ে গৌড়পতিকে শাস্তি দিবার জন্ত হর্ষদেব গৌড় ও প্রাগজ্যোতিষের সীম উপস্থিত হন, সেই সময়ে পথিমধ্যে কামরূপপতি ভাস্করবম্মার দূত আসিয়া নানা উপহারাদি প্রদানপূৰ্ব্বক নিবেদন করিল, কামরূপপতির শৈশব হইতে সংকল্প যে, মহাদেবের চরণযুগল ব্যতীত আর কোথাও মাথা নোয়াইবেন না। ইহা ৩টা উপায়ে হইতে পারে—১ সমস্ত জগৎ জয়, ২ মরণ, অথবা ৩ মহারাজাধিরাজ হর্ষদূেবের দ্যায় বীরের সঙ্গে মিত্রতা...।” ভাস্করবর্মার এরূপ মিত্রতা-প্রার্থনার প্রধান কারণ মনে হয়, তৎকালে গোঁড়াধিপ গুপ্ত ও কর্ণসুবর্ণাধিপ শশাঙ্কের আক্রমণ-ভীতি। হর্ষদেব কামরূপাধিপের উপহার সাদরে গ্রহণ করিয়াছিলেন, সেইদিন হইতে উভয়ে মিত্রতাপাশে আবদ্ধ হইলেন। এই মিত্রতার ফলে হর্ষদেব পশ্চিম হইতে এবং ভাস্করবর্ম পূৰ্ব্ব হইতে গৌড় ও কর্ণসুবর্ণরাজ্য আক্রম করিয়া থাকিবেন। দুই দিক্ হইতে দুই প্রবল শত্রুর আক্রমণে গৌড়পতি নিহত ও শশাঙ্কদেব ব্যতিব্যস্ত হইয়া পড়িয়াছিলেন। এবার হর্ষদেবকে কেবল শত্রুজয় করিয়া যে কারণে ফিরিতে হইয়াছিল, তাহ পূৰ্ব্বেই লিখিয়াছি। কিন্তু তাহার দ্বিতীয়বার আক্রমণে শশাঙ্কদেব (०°) बरत्रञ्च जांठीब्र ऐठिशन, tदछक७, ५भांश्ल, २७० शृ: जडेवा । (es) पाँ१डेब्र इर्द5ब्रिङ ! 2