পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (বৈশ্য কাণ্ড, প্রথমাংশ).djvu/১০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম অংশ । ] বৈশ্বাসমাজের অভু্যদয় > পূর্বেই আভাস দিয়াছি যে চন্দ্রগুপ্ত হইতেই বৈশ্বসাম্রাজ্যের সূত্রপাত। পাশ্চাত্য ঐতিহাসিকগণও সকলই এক বাক্যে প্রকাশ করিতেছেন যে চন্দ্রগুগুই ভারতীয় ইতিহাসের:ধ্রুবতার—তাহাকে লক্ষ্য করিয়াই ভারতের প্রকৃত ঐতিহাসিক যুগ আরস্ত । সুতরাং এই মৌর্যসম্রাট সম্বন্ধে একটু বিস্তৃত আলোচনা কৰ্ত্তব্য মনে করি । যে যে কারণে বৰ্ত্তমান ঐতিহাসিকগণ চন্দ্রগুপ্তকে আলেক্সান্দরের সমকালীন মনে করেন, নিম্নে তাহার পরিচয় দিভেছি— জঞ্জিনস্ লিখিয়াছেন, এই রাজা অতি নীচ বংশোদ্ভব। দৈবৰলেই তিনি রাজ্যলাভ করিয়াছিলেন। কোন সময়ে তিনি আলেকসান্দরের সহিত দেখা করেন। কিন্তু তাহার রুক্ষ কথায় আলেকসান্দর রুষ্ট হইয় তাহার প্রাণ দণ্ডের আদেশ করেন। শেষে তিনি পলাইয়া গিয়া রক্ষা পান। নানাস্থান ঘুরিয়া অতিশ্রয় ক্লান্ত হইয় এক স্থানে বসিয়া পড়েন, একটা বৃহৎ সিংহ লোলজিহব। বিস্তারপূর্বক ৱার নিকট আসিয়া উপস্থিত হয়, কিন্তু তাহাকে দেখিয়াও পশুরাজ কোন অনিষ্ট না করিয়া চলিয়া যায়। তাছা দেখিয়া চন্দ্রগুপ্তের হৃদয়ে অস্কট আশার সঞ্চায় ইল। তিনি সাম্রাজ্যস্থাপনের জন্য অনেক দন্যদল সংগ্ৰহ করিলেন, তাহদের সাহায্যে গ্ৰীকসৈন্যদিগকে পরাস্ত করিয়া সিন্ধুনদ-প্রবাৰিত প্রদেশ অধিকার করেন। (Justinus, xW. 4 ) , দিওদোরাস লিখিয়াছেন-আলেকসান্দর ফিজিয়াসের মুখে শুনিয়াছিলেন ৰে সিন্ধুর পরপারে মরুভূমির মধ্য দিয়া ১২ দিনের পথ গমন করিলে গঙ্গাতীরে উপস্থিত হওয়া যায়। ইহার পরপারে চন্দ্রমসের (xandranies) রাজ্য, তাহার বিশহাজার অশ্বারোহী, দুই লক্ষ পদাক্তি,ছুই হাজার রখ ও চারিহাজার হস্তী আছে। এ কথা আলেক্সান্দরের বিশ্বাস হয় নাই, কিন্তু পুরুষ (Porus)কে জিজ্ঞাসা করার তাহার সন্দেহ দূর হইল। পুরুষ আরও বলেন যে, গাঙ্গ্যপ্রদেশের সেই রাজা অতি নীচ বংশোদ্ভব নাপিতের পুত্র। নাপিত অতি স্বপুরুষ ছিল, তাহার রূপে মুগ্ধ হইয়। রাণী তাহার সহবাস করে । সেই দুষ্ট রাজাকে মারিয়া ফেলে। তাই এক্ষণে ststa tā atwi ssatts ! ( Diodorus Siculus ) কুইণ্টাস্ কার্টিয়াসও দিওদোরাসের মত উক্ত রাজার বিপুল সমৃদ্ধির বর্ণনা করিয়া শেষে বলিয়াছেন ষে প্রজাগণ সকলেই এই রাজাকে তুচ্ছ তাচ্ছল্য করিয়া থাকে। - - »۰ یا > *