পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৫৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

〉8bペ বঙ্গ-সাহিত্য-পরিচয় । দরে মূলে কিবা কাষ যেখানে আপনি । লাখেতে মিলিবে দুই ইহা আমি জানি। শুনি ধনপতি হেরি জামাতা ডাকিয়া । বলিল দেখিতে মূল্য হারের আঁকিয় ॥ দর { রাণীর গলার মণিময়ানন্দ হার । তিন হারে ছয় লহরে মুক্ত বিশ হাজার। বিশ বিশ রক্তি প্রতি মুক্তার ওজন। তাথে মাণিকের বন্ধ অরুণ-কিরণ ॥ পঞ্চবিশ পঞ্চবিশ বন্ধ প্রতিহারে । দেড়শত হৈল বন্ধ লিখিতে স্থমারে (১) ॥ বন্ধহ ওজনে বিশ বিশ রক্তি হয়। মধ্য-হারে ধুকধুকি সেহ মণিময়। লযুক্তরা বিশ রক্তি লটকনের (২) মতি। অন্ধকারে দীপ-প্রায় প্রকাশিত জ্যোতিঃ ॥ মধ্যেতে জলিছে অতি শ্বেত হীরা থান। বিশ মাষা আভাপূর্ণ চন্দ্রের সমান। মাষা যার বিশ হাজার আর জব যার । মালার মেরুতে তিন ঘুটিহ মুক্তার ॥ সেহ তিন বিশ রক্তি হইল ওজনে। চন্দ্রভান দেখি তাহে আঁকে হর্ষমনে ॥ আঁকিলেক মূল্য সেই হার মনোহরে। চন্দ্রভান তিন লক্ষ ছত্রিশ হাজারে ॥ (৩) দেখাইলে মূল্য-অঙ্ক নয়ন ঠারিয়া। বিশ হাজার কৈল পণ তলোয়ার ধরিয়া ॥ (১) মোট গণনায়। (২) লটুকনের =বুলাইয় পরিবার। (৩) জয়নারায়ণ রাজবল্লভের নিকট-আত্মীয় এবং স্বয়ং ঐশ্বৰ্য্যশালী ছিলেন। ইহারই পিতামহ কৃষ্ণরাম ও রামমোহন নবাব-সরকার হইতে “ক্রোড়ী” উপাধি পাইয়াছিলেন। হারের মূল্য নিরূপণ-উপলক্ষে জয়নারায়ণ জহরৎ-সমুহের গুণাগুণ ও মুল্যাদি সম্বন্ধে যে অভিজ্ঞতার পরিচয় দিয়াছেন, তাহ খাটি জহুরীর ন্তায় হইয়াছে।