পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৫৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কৃষ্ণচন্দ্রীয় যুগ—জয়নারায়ণ সেন–জন্ম ১৮শ শতাব্দীর পূর্বাৰ্দ্ধ। ১৪৯৩ গেলা যেন জু নখেতে তৃণ ছিড়ি যায়। (১) এত পুঞ্জ পুঞ্জ প্রেম ফেলিলা কোথায় ॥ যত শোক উঠে মনে কহিতে দুষ্কর। মুকের স্বপন হেন হইছে অন্তর। (২) স্থনেত্রী এই দুঃসময়ে সত্যনারায়ণকে পূজা করেন। র্তাহার ভক্তিতে সন্তুষ্ট হইয়া ঠাকুর সিংহল-রাজকে স্বপ্নে দেখা দিয়া আদেশ করেন,— “সাধুকে মুক্তি দান কর” । প্রভাতে রাজার আদেশে চোর বন্ধন-শালা হইতে রাজার নিকট আনীত হইয়াছে। ত্বরিতে লইয়া আইল রাজার সাক্ষাতে। করেতে ইসারা করি কহিলা বসিতে ॥ সচকিত মনে সভে ভাবে চমৎকার। ধীরে ধীরে পুছিতে লাগিলে সমাচার ॥ কি নাম তোমার ঘর হয় কোন দেশ। কি মতে পাইল হার কহ সবিশেষ ॥ পরিচয় জিজ্ঞাসা ও প্ৰণমিয়া কহে বৈশু যোড় করি কর । সাধুর আত্ম-বিবরণ। ধৰ্ম্মরাজ গৌড়রাজ্যে অনাথের ঘর ॥ ধনপতি নাম মোর শুন গুণধাম । সঙ্গেতে জামাত হয় চন্দ্রভান নাম ৷ বৈশুজাতি প্রতিপোষে বাণিজ্য করিয়া। পালি পরিজন লোক-ভূবন ভ্ৰমিয়া ॥ হস্তিন কর্ণাট বঙ্গ কলিঙ্গ গুর্জর । বারাণসী মহারাষ্ট্র কাশ্মীর সফর। পঞ্চাল কাম্বোজ ভোজ মগধ জয়ন্তী । দ্রাবিড় নেপাল কাঞ্চি অযোধ্যা অবন্তী ॥ মথুৱা কাম্পিল মায়াপুরী দ্বারাবতী। চীন মহাচীন কামরূপে করি গতি ৷ (১) লোকে যেরূপ অবহেলায় দুইটি নখ দ্বারা একটু তৃণ ছিড়িয়া যায়, তুমি সেইরূপ আমার হৃদয় ছিন্ন করিয়া গেলে। (২) বাক্-শক্তিহীন ব্যক্তি যেরূপ তাহার স্বল্প-কথা কহিতে পারে না, আমিও সেইরূপ আমার দুঃখ-কথা বলিতে পারিতেছি না।