পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৫৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>Q oベ বিপদে উদ্ধাঃ। মিলন। বঙ্গ-সাহিত্য-পরিচয় । লড়ে লড়ে লড়ে ধায় হাটিতে পাছাড় খায় হালি চুলি নিকটে আসিয়া । নৌকা-পরে দেখি পুনঃ নিজ-পতি আরোহণ হেরি পড়ে আনন্দ খসিয়া ৷ কহে কবি নারায়ণ দয়া কৈল নারায়ণ চন্দ্রভান ভাসিয়া উঠিল। রাঙ্গা পদে ভক্তি পাইয়া নানা রসে গুণ গাইয়া হরিলীলা-পুস্তক রচিল । তরণী আসিয়া পাইয়া কুল বাড়িল আনন্দ কি দিব তুল বিপদ বিষাদ সব অমূল আসন্ন মিলন ভাবিতে। কাটিয়া হৃদির তিমির ঘোর লব চন্দ্রভানে করিয়া জোর উঠিল তটেতে হইল সোর (১) নাগর হাসিতে হাসিতে ॥ বিরহ-রজনী প্রভাত-প্রায় ফুটিল নবীন নলিনী তায় কবি কহে দেখি অরুণ রায় উদিত যোষিত-রাশিতে । (২) হরি হরি নিল মায়ার জাল পতি দেখি সতী অতি রসাল সঙ্গ ভঙ্গ দিল বিরহ কাল অবলার শোক নাশিতে ॥ আগত দয়িত-সহিত দেখা খণ্ডিল বিধির বিরহ-লেখা প্রকাশিলে চাদ সদয়-সখা কুমুদ-কুল প্রকাশিতে। মহেশে মরিয়া বাচিয়া কাম করিয়া অবলী-হৃদয়ে ধাম জাগাইতে পুনঃ আপন-নাম লাগিল স্বদেশ-শশীতে। (৩) হরি করি দিল বন্ধুর মেলা অতি দুরে গেল অশেষ জাল স্বস্থির হইল হৃদয়ে বালা যেন ভূমি-ভার কষিতে। যেমনি জলেতে ডুবিছিলে চন্দ্রভান। তেমতি উঠিল ভাসি হরির সন্তান ॥ অপরূপ নারায়ণ রক্ষণ-হেতু দাসে। পুত্র-তুল্য করি রাখিছিলে নিজ-পাশে ॥ (১) হইল সোর = এই সংবাদ প্রচারিত হইল। (২) স্বৰ্য্যকে কন্যারাশিতে উদিত হইতে দেখিল। এখানে আশ্বিন মাসে স্বৰ্য্যোদয় এবং অপর পক্ষে নায়কের সহ নায়িকার মিলন, এই দুই ভাবই বুঝাইতেছে। - (৩) মহেশের দ্বারা কাম হত হইয়া পুনরায় বাচিয়া উঠিয়াছে এবং অবলার চিত্তে অধিষ্ঠিত হইয়া স্বীয় নাম ( জয়-বার্তা ) স্বদেশ-শশীতে ( অর্থাৎ স্বদেশীয় চন্দ্রে =চন্দ্রভানে ) জাগাইয়া তুলিল।