পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৫৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রাচীন সঙ্গীত—রামপ্রসাদ–১৭১৮-১৮০৪ খৃঃ । (లి( শুধু সোর করা সারা তোর যে কুধারা মোর যে বিপদ ঘোর গো ॥ এ মা ঘোর মহানিশা মন যোগেধাগে কি কায তোর কঠোর । আমার এ কুল ও কুল ছকুল গেল সুধা না পেলে চকোর গো ॥ এ মা আমি টানি কুলে (১) মন প্রতিকূলে দারুণ করম-ডোর । রামপ্রসাদ কহিছে পড়ে দু-টানায় মরে মন ভূড়া-চোর গো ॥ ( २७ ) রসনায় কালী কালী বলে। আমি ডঙ্কা মেরে যাব চলে ॥ স্বরা পান করি নে রে, সুধা খাইরে কুতূহলে। আমার মন-মাতালে মেতেছে আজি মদ-মাতালে মাতাল বলে ॥ খালি মদ খেলেই কি হয় লোকে কেবল মাতাল বলে । যা আছে কৰ্ম্ম কে জানে মৰ্ম্ম জানে কেবল সেই পাগলে ॥ দেখাদেখি সাধয়ে যোগ সিজে কায়া বাড়য়ে রোগ। ওরে মিছেমিছি কৰ্ম্ম-ভোগ গুরু বিনে প্রসাদ বলে ॥ ( २8 ) এই সংসার ধোকার টাটা । ও ভাই আনন্দ-বাজারে লুটী ॥ ওরে ক্ষিতি জল বহ্নি বায়ু শূন্তে পাচে পরিপাটী। প্রথমে প্রকৃতি স্থল অহঙ্কারে লক্ষকোটি। যেমন শরীর জলে স্থৰ্য্য ছায়া অভাবেতে স্বভাব যেটী ॥ (১) আমি কুলের দিকে টানিয়া দিতে চাই।