পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/১৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

فرانج ه لا বঙ্গ-সাহিত্য-পরিচয় । করেতে নূপূৱ পরে জঙ্ঘে পরে তাড় (১)। গলাতে কিঙ্কিণী পরে কটিতটে হার ॥ চরণে কাজর পরে নয়নে আলতা। হিয়ার উপরে পরে বঙ্গরাজ-পাত (২) । শ্রবণে করয়ে রাই বেশর-সাজনা ৷ নাসার উপরে করে বেণীর রচনা । (৩) বংশীবদনে কহে যাই বলিহারি। শু্যাম-অনুরাগের বালাই লয়ে মরি । না যাইহ না যাইহ রাই বৈস তরুমূলে। আসিতে পাইয়াছ ব্যথা চরণ-কমলে । মণি-মুকুতার দাম অঙ্গে ঝলমলি । ব্রজের বিষম চোর লইবে সকলি ৷ চাচর কেশেৱ বেণী তুলিছে কোমরে । ফণীর ভরমে (৪) বেণী গিলিবে ময়ূরে ৷ নীল ওঢ়ণীর মাঝে মুখ শোভ করে। সোণার কমল বলি দংশিবে ভ্রমরে ॥ করিকুম্ভ-দন্ত জিনি কুচ-কুম্ভ-গিরি। গজের ভরমে পাছে পরশে কেশরী ॥ খঞ্জন-গঞ্জন আখি অঞ্জনে ভাল শোভে । বিন্ধিবেক ব্যাধ হেম-হরিণের লোভে ৷ সিন্দুরের বিন্দু বাল-ভালুর উদয়। রবিশশী বলি (৫) মুখ রাহু গরাসয় ॥ নলিনী জিনিয়া ৱাই-মুখ শোভা করে। চকোর না ছাড়িবেক রস নাহি পিলে। তড়িত-জড়িত পীত বসন ঘন উড়ে। পাইলে ইন্দ্রের বাণ (৬) পাছে জানি পড়ে। বংশীবদনে কহে কহিলে সে ভাল । বিদগধ বট তুমি তাহা জানা গেল। (৭) (১) তাড়= বাহুর আভৰণ-বিশেষ। (২) বঙ্করাজ-পাত = বাক-মল বা বাক-খাড়। (৩) বেণী পৃষ্ঠের দিকে না বাধিয়া বিপরীত দিকে বাধিল । (৪) ভ্রমে। (৫) মুখ চন্দ্রের স্তায় ও সিন্দুর-বিন্দু স্বৰ্য্যের হ্যায়, সুতরাং চন্দ্রস্বৰ্য্য-ভ্ৰম করিয়া । (৬) ইন্দ্রের বাণ=বিদ্যুৎ। (৭) এই পদটি কোন কোন পুথিতে শিবরামের ভণিতাযুক্ত পাওয়া যায়।