বিষয়বস্তুতে চলুন

পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/১৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ΣΣΣs. বঙ্গ-সাহিত্য-পরিচয় । কোই জল দেয়ত রাই-বয়ানে। খেনে উঠি বৈঠল তাই। কোই শুাম-নাম শুনায়ত কাণে। অনিমিখে সখী-মুখ চাই। শুনি শুনি ঐছন নাম । পুরুষোত্তম অনুরোধে। পানী ভরল নয়ান ॥ ভগবতী দেই পরবোধে ॥ কবিরঞ্জন । কেহ কেহ বলেন, এই কবিরঞ্জন ও বিদ্যাপতি অভিন্ন ব্যক্তি। বিদ্যাপতির যে “কবিরঞ্জন’ উপাধি ছিল, তাহ নিশ্চিত। কি পুছসি রে সখি কানুক লেহু। এক জীউ বিহি সে গড়ল তিন দেহ ॥ কহিলে যে কাহিনী পুছে কত বেরি । না জানি কি পায়ই মৰু মুখ হেরি ॥ মঝু বিনে দরশে পরশে নাহি জী। মো বিনে পিয়া সে পানী নাহি পী ॥ উর বিনু শেষ পরশ নাহি পাই। চিবহি বিনে তাম্বল নাহি খাই । (১) ঘুমের আলসে যদি পালটিয়ে পাশ। মনোভয়ে মাধব উঠয়ে তরাস ॥ আন সঞে কাহিনী না সঞে পরাণ । আন সন্তাষে না রহয়ে গেয়ান ॥ কহে কবিরঞ্জন শুন বরনারী। তোহারি পরশ-রসে লুবধ মুরারি। প্রেমদাস । এই প্রেমদাস ও পুরুষোত্তম এক ব্যক্তি হইতে পারেন। নব অনুরাগে মিলল দুহু কুঞ্জে। আবেশে কহয়ে ধনী রস পরিপুঞ্জে ॥ বঁধু হে কি বলিব তোরে। তোমা বিনে দেখ মুঞি সব আঁধিয়ারে ॥ পাইয়াছি তোমারে বধু না ছাড়িব আর । যে বলু সে বলু মোরে লোকে জ্বরাচার ॥ - (S) আমার চব্বিত পাণ ভিন্ন সে খায় না।