পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՏԳ8 o বঙ্গ-সাহিত্য-পরিচয় । (9) কি রূপ দেখিকু সেই কদম্বের তলে । লখিতে নারিনু রূপ নয়নের জলে। (১) কি বুদ্ধি করিব সই কি বুদ্ধি করিব। নিতি নব অনুরাগে পরাণ হারাব। কিবা নিশি কিবা দিশি কাল পড়ে মনে । দেখিলে এমন হবে জানিব কেমনে ॥ গৃহ-কাযে নাহি মন কায নাহি সরে । শুাম-নাম শুনিতে পুলকে অঙ্গ ভরে । তাহাতে সে মোহন বঁাশী রাধা রাধা বাজে। পরাণ কেমন করে মনু (২) লোক-লাজে ॥ ( , ) বঁধু কাহারে বা দিব দোষ । না জানিয়া যদি করেছি পীরিতি কাহারে করিব রোষ । স্বধার সমুদ্র সমুকে দেখিয়া আইয়ু আপন মুখে। কে জানে থাইলে গরল হইবে পাইব এতেক দুখে ॥ সো যদি জানিতাঙ অলপ ইঙ্গিতে তবে কি এমন করি। জাতি কুল শীল মজিল সকল ঝুরিয়া ঝুরিয়া মরি। অনেক আশার ভরসা মরুক দেখিতে করি এ সাধ । প্রথম পারিতি তাহার নাহিক বিভাগের আধের আধ ॥ যাহার লাগিয়া যে জন মরয়ে সেই যদি করে আনে (৩) । চণ্ডিদাসে কহে এমনি পীরিতি করয়ে স্বজন সনে ॥ ( v ) তোমার মহিমা ও রস-গাগরী রাধা সে আখর ঘট । মহামন্ত্র করি করে কর ধরি সদাই জপিএ কোটি ॥ তোমা বিনে আমার সকলি নৈরাশ বসিএ তোমার পাশে । তুমি তন্ত্ৰ তুমি মন্ত্ৰ তুমি মোর উপাসন-রসে। চণ্ডিদাসে কহে বড় অদভুত দু হার পীরিতি। কেবা এই তন্ত্ৰ বুঝিবেক কত কাহার আছে বা কতি ॥ (১) চক্ষের জলের জন্য ভাল করিয়া সেই রূপ লক্ষ্য করিতে পরিলাম না। (২) মরিনু । (৩) সে যদি অন্তপ্রকার ব্যবহার করে।