পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৩০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৈষ্ণব-চরিত্যখ্যান—ভক্তি-রত্নাকর—১৬১৪-১৬২৫ খৃঃ। () বিস্ময় হইয়া রাজা কহে গণিতারে। কেমন গণিলা তুমি বলহ আমারে ॥ তেহে কহে মহারাজ যখন গণিয়ে । অমূল্য রতন ইথে তখনি দেখিয়ে ৷ শুনি রাজা কহে কিছু না করিহ ভয় । যখন যে গণ তাহ সব সত্য হয় ॥ এবে যে গণিলা নহে অসত্য বচন । সৰ্ব্ব প্রকারেতে এ অমূল্য রত্ন হন। এ অমূল্য রত্ন-প্রাপ্তি বহুভাগ্যে হয়। অনুতাপ । ঐছে কত কহি দস্থ্য-পানে নিরীক্ষয় ॥ ব্যাকুল হইয়া দন্তে কহে বারে বারে। কাহু না বধিলা সত্য বলহ আমারে। দস্থ্য কহে সে সকলে নিদ্রাগত ছিল । গাড়ী লইয়া আইলু তাহ কেহ না জানিলা ॥ পূৰ্ব্বেই আপনে নিষেধিলা মো সবারে। প্রাণে কি মারিব কাৰ্য্য-সিদ্ধি এ প্রকারে ॥ শুনি রাজা স্থির হৈয়া কহে নিজ-গণে । কৈলু যে কুক্রিয় তা ফলিল এত দিনে ॥ কোন মহাশয়ের অন্তরে দিলু ব্যথা । তার কোপানলে ভস্ম হইব সৰ্ব্বথা ॥ যদি পাই এই গ্রন্থাচার্য্যের দর্শন। তবেত তাহার পাএ লইব শরণ ॥ অহে ভাই মো পাপীর মনে এই হয়। মোরে অনুগ্রহ তেঁহো করিব নিশ্চয় ॥ . এত কহি দূত পাঠাইয়া অন্বেষণে । গাড়ীসহ গ্ৰন্থ-রত্ন রাখিলা যতনে ॥ শুনিয়া গ্রন্থের কথা রাজার বনিতা । দর্শন করিতে তেহো হইল উৎকষ্টিত ॥ কি বলিব গ্রন্থ-রত্নগণের বিজয়ে । রাজার ভবন শোভ করে অতিশয়ে । অকস্মাৎ বিষ্ণুপুরে ব্যাপিল মঙ্গল। . 驚 “མ་ཟ། ། wo ঘুচিল লোকের দুষ্ট চেষ্টা সে সকল ৷ .