পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৪৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিবিধ—সারদা-মঙ্গল—১৭শ শতাব্দী | రిన) শঙ্খ-ধ্বনি হুলাহুলি হৈল অকস্মাতে । নিদ্রা-ভঙ্গে ধূলাকুট্যা পাইল দেখিতে ॥ সারদা-চরিত্র দয়ারাম-বিরচিত। ধন-পুণ্যে বাঢ়ে লোক যেবা শুনে গীত ॥ পূৰ্ব্ব-জন্মে কুঙর পাইল দরশন। চিনিতে না পারে মাকে ভাবে মনে মন ॥ ডাকিনী যোগিনী কিবা আইলে মায়ারূপে । মনে করে নিবন্ধ ঘটিল আজি মোকে ॥ মশানে কাটিবে মোরে রাজার কুমারী। কি করিব কুথ যাইব কথা হৈল ভারী ॥ পালাইতে পথ নাহি কপাট কুলুপ। দশ দশা পূর্ণ হৈল দময়ন্তী-স্বরূপ ৷ মরিব মাগীকে কিবা আপনি সে মরি। জন্ম হৈলে জগতে যমের অধিকারী ॥ বিচিলির দড়ি নিল বান্ধিবার তরে । ধূলাকুটা ধরিল দেবীর দুটি করে। কি নাম তোর মাগী কোন দেশে ঘর। চেীর-ধর । দেবতার দ্রব্য থাউ বুকে নাহি ডর। দেবতার ঘরে চুরি চোরের রমণী । পাইবে এহার শাস্তি পুহাইলে রজনী। দুটি কর দঢ় করি বান্ধিল কুঙর। মারিয়া বেতের বাড়ি বসাইল গোচর ॥ থাটের খুরায় বান্ধে ক্ষমা নাহি মানে। কৃষ্ণকে বান্ধিল যেন যমল-অৰ্জুনে ॥ কান্দিয়া কুঙরে কন কোকিল-বাহিনী । জন্মিয় এমন দুঃখ কভু নাঞি জানি ॥ বিষ্ণু-প্রিয়া বলে বাছা বর মাগ্য লেহ। সরস্বতীর অনুনয় । বন্ধনে পরাণ যায় মোরে ছাড়া দেহ ॥ সরস্বতী মোর নাম সৰ্ব্ব লোকে পুজে। মোর কৃপা হৈলে বৈসে পণ্ডিত-সমাজে ॥ ইন্দ্র চন্দ্র ব্ৰহ্মা আদি বরুণ পবনে। সভে তারা পূজে মোরে নানা আয়োজনে।