পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৪৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিবিধ—সারদা-মঙ্গল—১৭শ শতাব্দী । రినారి বৈকুণ্ঠেতে গেলেন মাতা কোকিল-বাহিনী। পূর্ণ করা বল হরি পোহাইল রজনী। এই গীত যেবা শুনে সারদকে পূজে। সেই লোক সুখে বৈসে পণ্ডিত-সমাজে ॥ দয়ারাম দাস বলে ক্ষম দেবী সরস্বতী। দুঃখ দূর কর মাত কুজ্ঞান কুমতি ॥ রজনী প্রভাতে পাজী পুথি হাতে পড়িতে আইল উমা । না জানি প্রমাদ দেবীর প্রসাদ বাটিয়া দিলেন রামা ॥ বিছাইয়া ধূলা বসিল বিমলা ব্রাহ্মণে মাগেন খড়ি। 螯 臺 臺 来 舉 来 臺 বসি পঞ্চ জন করিল পঠন শ্ৰীমুখ জিনিয়া ভানু ॥ নানা রত্ন মণি পরে সীমন্তিনী সভে স্বর্ণ অলঙ্কার । সত্য করি ধনী সেই দ্বিজমণি শ্ৰীঅঙ্গে বস্ত্র দিল তার ॥ ইথায় না হবে বিদেশ বিদ্যা পাবে বিহরিবে পঞ্চ জনে। পঞ্চ রমণী চলে সীমস্তিনী সত্য করা তার সনে ॥ গুরু-বাক্য শুনি ভাবে সীমস্তিনী বিষম হইল কথা । কলঙ্কের ডালি কুলে দিলাম কালী কি বলিবে মাতা পিতা ॥ নারী-কুলে জন্ম লিথিয়াছে কৰ্ম্ম নিবাস পরের ঘরে । কৈলাম অঙ্গীকার কথা নাহি আর কোকিল-বাহিনীর বরে। দেবী সরস্বতী দেবী দিব্যগতি ব্ৰাহ্মণের নিকট পূর্ণই করিব কাম । প্রতিশ্রুত । এ পদ-পঙ্কজে বন্দিলাম রজে রঙ্গে রচে দয়ারাম ॥ › ዓP