>8>○
নৌকায় ঝড়বৃষ্টি।
বঙ্গ-সাহিত্য-পরিচয় ।
পূৰ্ব্ব-দ্রব্য সব পূৰ্ব্ব-নৌকায় ভরিল। বিনয় করিয়া রাজা বিদায় করিল। বিদায় পাইয়া সাধু বাহিরে আইল। নৌকা-ঘাটে বিশ্বনাথ-সঙ্গে দেখা হইল । গলাগলি ধরি সবে আলিঙ্গন করি। পরস্পর প্রণাম করিয়া সবে হরি ॥ যমালয় হতে যেন পাইয়াছে ত্রাণ । হর্ষ-যুক্ত ধনপতি সঙ্গে চন্দ্রভান ॥ ত্বরিতে নৌকায় উঠি সবে হর্যমতি। ভাবি নিজ-দেশে প্রতি করিলেক গতি ॥ কবি নারায়ণ কহে প্রভুর চরণে। আপনি হুইয়া সৰ্প ঔষধ আপনে ॥
চন্দ্রভানের স্ত্রী স্থনেত্রী হরির প্রসাদ অবজ্ঞা
করাতে চন্দ্রভানের বিপদ ।
মেঘের গভীর নাদ শুনি অতি পরমাদ
বিজুলী সঞ্চারে পলে পলে। আখি নাহি মেলা যায় ধনপতি সাধু তায়
কি হৈল কি হৈল বোল বলে। (বিপরীত দেখিয়া) আকাশে পরশে ধূলা বিমানের পার্থীগুলা পাছাড় (১) খাইয়া পড়ে ভূমে। নানা বৃক্ষ লতা যত মুলে হৈতে হৈয়া হত
পড়ে কত পবনের ধুমে ॥ (না পারি সব কহিয়া) তরঙ্গ গগন-ধরা শিলা বর্ষে প্রাণ-হর
কাপে ধরা বজের গর্জনে। তাল শাল বৃক্ষগুলা ভাঙ্গি ওড়ে যেন তুলা (২)
পাখি-কুল না রহে তর্জনে ॥ (যায়গা না পাইয়া)
দশ দিক্ অন্ধকার লোকে করে হাহাকার
ঘর দ্বার ফেলে গ্রামান্তরে। ক্ষিতি-পরে জল ভাসে জলে বৃক্ষ লতা ভাসে
তাহে কত লোক ভাসি ফিরে ॥ (প্রাণ বাচাইয়া)
(১) পাছাড় =আছিাড় । (২) তাল ও শাল বৃক্ষসমূহ ভগ্ন হইয়া তুলার স্থায় উড়িতে লাগিল।
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৫৪৮
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
