(రిరి বঙ্গ-সাহিত্য-পরিচয় । প্রলয়-কালীন জলদ গর্জে তিষ্ঠ তিষ্ঠ সতত তর্জে জন-মনোহর শমন-সোদর-গৰ্ব্ব (১) খৰ্ব্ব করে। শস্ত্রে শস্ত্রে প্রথম দীক্ষা, প্রথম বয়স বিপুল শিক্ষা ক্রুদ্ধ নয়নে নিরথে যে জনে গমন শমন-নগরে ৷ কলয়তি প্রসাদ হে জগদম্বে সমরে নিপাত রিপু-কদম্বে । সম্বর বেশ কুরু কৃপা-লেশ রক্ষ বিবুধ-নিকরে। ( s२ ) সমরে কেরে কাল কামিনী । কাদম্বিনী অপরা-কুসুম (২)-পরাজিত-বরণী কে রণে রমণী ॥ স্বধাংশু-সুধা কি শ্রমজ-বিন্দু শ্ৰীমুখ না এ কি শারদ ইন্দু, কমল-বন্ধু (৩) বহ্নি সিন্ধু-তনয় (৪) এ তিন নয়নী (৫) । আ মরি আ মরি মন্দ মন্দ হাস লোক-প্রকাশ-আশুতোষ-বাসিনী ॥ ফণিফণাভরণ জিনি গণি দন্ত-কুন্দ-শ্রেণী। কেশাগ্র ধরণী-পরে বিরাজ অপরূপ শব শ্রবণে সাজ না করে লাজ কেমন কায মম সমাজে তরুণী ॥ আ মরি আ মরি চণ্ড-মুণ্ড-মাল করে কপাল এ কি বিশাল ভাল ভাল কাল-দণ্ডধারিণী । ক্ষীণ কটিপর নৃকর-নিকর আবৃত কত কিঙ্কিণী ॥ সৰ্ব্বাঙ্গ শোভিত শোণিত-বৃন্দে কিংশুক ইব ঋতু বসন্তে চরণোপান্তে মনে তুরস্তে রাখ কৃতান্তদলনী । (১) শমন-সোদরা =যমুনা। যমুনার গৰ্ব্ব খৰ্ব্ব করেন যিনি, অর্থাৎ তদপেক্ষাও কৃষ্ণবর্ণ । (২) অপর কুসুম = অপরাজিত কুমুম। (৩) স্থৰ্য্য। (৪) সিন্ধু-তনয় =চন্দ্র। (৫) চন্দ্র, স্বর্য ও বহ্নি এই তিন নেত্রযুক্ত ।
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৫৮৪
অবয়ব