পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৬৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৬২৪ মালকোঁশ। গৌরী। বঙ্গ-সাহিত্য-পরিচয় । খরজ গৃহ-মধ্যে বিরাজে ধনী। সুর-সুশ্রেণী সা-রি-গ-ম-প-ধ-নি ॥ দিবসের শেষ যামেতে বিধান। কবি সেন-বিরচিত ছন্দোগান ॥ প্রভু নীলকণ্ঠ নিজ-কণ্ঠ-ভাগে । তথা স্বষ্টি কৈলা মালকৌশ রাগে ॥ করষ্কৃত-যষ্টি কৃত পুষ্পবন্ধে। ছুটে ভৃঙ্গৰ্বন্দ সুগন্ধের ধন্ধে ৷ রূপের প্রভাবে করিছে উজালা। গলে শোভে মুক্তাশ্রেণী মুণ্ড-মালা ॥ ভাবজ্ঞ রসজ্ঞ প্রপঞ্চ বীরত্ব । সদা যৌবনীয় মদেতে প্ৰমত্ত৷ শরীরের শোভা করে সন্নহনে। অনঙ্গ-প্রসঙ্গ নারীবর্গ-সনে ॥ খরজ গৃহে সম্পূরণ জাতিতে। সুরশ্রেণী সা-রি-গ-ম-প-ধ-নিতে ॥ হেমন্ত ঋতুতে নিশা-শেষভাগে । বিধান প্রমাণে গাবে পূর্ণরাগে ৷ কোমল শরীর গৌরী সিত বসনাঙ্গে । কত শত মনমথ মথন অপাঙ্গে ৷ অধরে অরুণ-ভাতি বিমল সুরঙ্গে । ভুব্ধ মনসিজ-ধনু নয়ন-কুরঙ্গে ৷ শু্যামল-বরণ মুখ তুল বিধু-সঙ্গে। নেহারি বিনোদ বেণী তাপিত ভুজঙ্গে । নিরখি নিরখি উরু মৃগুরু আতঙ্গে । নিবিড় কানন-মাঝে পশিল মাতঙ্গে ৷ রসাল মুকুল-শোভা বালাশ্ৰুতি-ভঙ্গে। নাসার বলনে লাজ পাইল বিহঙ্গে ॥ মধু-পানে মাতি ধনী মধুর প্রসঙ্গে। রজনীর মুখে গান গায় নানা রঙ্গে ॥ ওড়ে খরজের গৃহ সঙ্গীত-তরঙ্গে। গাথনি সা-গ-ম-ধ-নি সুরশ্রেণী অঙ্গে।