বিষয়বস্তুতে চলুন

পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৭৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ᎼᎽ%b~ o ' বঙ্গ-সাহিত্য-পরিচয় । ভব্য সভ্য অল্প বয়স এমন পাত্র আর পাবা না ইহা বুঝিয়া জবাব দেহ। কিন্তু তাহারা দেরি সহিবে না এই মাসের মধ্যে কৰ্ম্ম করিতে হবে। আমার এ কার্য্য অবগু করা বটে কিন্তু এ মাসের মধ্যে কাৰ্য্য নিৰ্ব্বাহ হয় না যদি অগ্রহায়ণাদিতে করেন তবে আমি পারি নতুবা হয় না। গুনহে বস্তুজা এমন বর আর মিলিবে না। তুমি যদি কর এমন হয় তবে আমি কিছু পণ দিয়া দিতে পারি তাহা বল আমি তাহারদিগকে আনিয়া পত্র করিয়া যাই । ভাল। আন যাইয়া এই মাসের দশঞি এক দিন আছে তোমরা তাকগতাকি আইস । বরকর্তারা আসিয়া বসিলেন পত্রাদি লেখা পড়া হইতে কস্তাকর্তা বাকদান করিলেন। তোমরা সকলে শুন ইহার পুত্রের সহিত আমার কন্যার সম্বন্ধ নির্ণয় হইল যদি প্রজাপতির নির্বন্ধ থাকে দশঞি রোজ দেড় প্রহর রাত্রির পর বিবাহ হবেক । বর কর্তাও বলিলেন । তোমরা শুন ইহার কন্যার সহিত আমার পুত্রের সম্বন্ধ হইল যদি বিধাতার নিৰ্ব্বন্ধ থাকে তবে হবে উনিও সামগ্ৰী আয়োজন করুনগা আমিও করিগা । কথোপকথন । ফলানা পুত্রের বিবাহ দিয়াছে যথেষ্ট খরচ করিয়াছে। কোন গ্রামে বিবাহ দিয়াছ। কাহার কন্যার সহিত । রাধামোহনপুরে কমললোচন ঘোষের পুত্র রামচরণ ঘোষ তাহার কন্যার সহিত বিবাহ হইয়াছে। আচ্ছ তাহারাও জাত্যংশে ভাল বটে। উত্তম স্থানেই দিয়াছে ইহার ঘটকালি কে করিয়াছিল। এ বিবাহের ঘটকালি রামচন্দ্রপুরের শু্যামন্থন্দর বসুজা মহাশয় করিয়াছেন। তাহা বটে। তিনি ন’লে আর কার সাধ্য এমন সম্বন্ধ করিতে পারে। ইহাতে ঘটকালি কি পাইয়াছে। তাহা জান। জানি। তিনি ঘটকালি শরব এক শত টাকা পাইয়াছেন আর তার মর্য্যাদা পচিশ টাকা দিয়া কত সাধ্য সাধনা করিয়া বিদায় করিয়াছে। ই। তা করিবে। তবু তার উপযুক্ত বিদায় হয় নাই। তিনি যে কৰ্ম্ম করিয়াছেন তাহার উপযুক্ত বিদায় দুই শত টাকা আর এক যোড়া শাল মৰ্য্যাদা যার যে হয়।