পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৭৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রাচীন গদ্য-সাহিত্য—ফিলিক্স কেরির ইতিহাস–১৮১৯ খৃঃ। মহাধ্যক্ষ সভাস্থ ছিলেন তাহারা সৰ্ব্ব-সম্মতিতে স্বাক্ষর করিলেন। প্রথমেতে কিছু বক্র ছিলেন যে বেকেই তিনিও শেষে স্বাক্ষর করিলেন কিন্তু আলেক্ সান্দর যিনি ঐ সময়েতে পাপাপদে নিযুক্ত ছিলেন তিনি সে সকল বিষয় ব্যর্থ করিয়া রদ করিলেন। পরে এই কথা উপলক্ষণ করিয়া আচাৰ্য্য বেকেটু এবং রাজা হেনরি এই উভয়ের বিরোধ উপস্থিত হইল। ঐ বেকেট্‌ ঐ সম্রাটের কৃতসাধ্য মৰ্য্যাদা প্রাপ্ত হইয়াও পাপার পক্ষীয় হইলেন এবং এই বিরোধেতে এক দিবস তাহার স্বাভাবিক সাহসানুযায়ী আপনার পাপাপদীয় বস্ত্রেতে পরিহিত হইয়া এবং হস্তে এক ক্রুশ লইয়। রাজাট্টালিকায় প্রবিষ্ট হইলেন এবং রাজার কুঠরীতে প্রবিষ্ট হইয়া আত্মরক্ষার্থে ক্রুশাকার ধ্বজ হস্তে করিয়া রাজ-নিকটে বসিলেন। সেই স্থানে অভিমান করিয়া তিনি যে পাপার অনুগত লোক ইহা জানাইলেন। পরে অধিকার ত্যাগ করিয়া অন্তক্ৰ যাওনের জন্তে নিষেধ প্রাপ্ত হইয়া গোপনেতে অধিকার-বহির্গত হইয়া পার হইয়া মহাদ্বীপে প্রস্থান করিলেন। পরে মহাধৰ্ম্মাচাৰ্য্য বেকেটের সাহস এবং তাহার ধৰ্ম্মাচার্য্যের অতি শিষ্ট বেশ দ্বারা ঐ মহাদ্বীপের তাবৎ শাসনকর্তা এবং প্রজা কর্তৃক অতি পূজনীয় রূপে মান্ত হইলেন। পরে পাপ এবং ঐ বেকেট্‌ মহাধৰ্ম্মাচার্য্যের দের এই আকাঙ্ক্ষা সৰ্ব্বদা ছিল যে কোন প্রকারে রাজার শাসন সমুলে উল্লঙ্ঘন করে এবং এই চেষ্টাতে নুনি ছিল না। এই হেতুক ঐ বর্তমান ধৰ্ম্মপক্ষীয় লোকেরা যে ২ দুঃখগ্ৰস্ত এবং দুরবস্থা-গ্রস্ত হইয়া ছিল তাহাতে ঐ বেকেট্‌ এতদ্রুপে আপনাকে জানাইলেন যে যিনি ইতর লোকের ব্যবস্থা দ্বারা দোষী হইয়া ক্রুশেতে হত হইলেন এমন যে খ্ৰীষ্ট তত্ত্বল্য আপনাকে করিলেন। এবং সেই বেকেট্‌ লোক দ্বারা কেবল অপবাদ জানাইত তাহা নয় বরং পত্র লিখিয়া সৰ্ব্বত্র ঘোষণা করাইত যে রাজার প্রধান মন্ত্রিবর্গের এবং যে কেহ ধৰ্ম্মপক্ষীয় সংক্রান্ত রাজস্ব আত্মাধীন করিতেছিল এবং যে কেহ কারওঁীয় শাস্ত্রানুযায়ী চলিতেছিল সেই সকল লোককে ঐ অবধি প্রত্যেক জনের নাম লইয়া ধৰ্ম্মপক্ষীয় লোকের দের মধ্য হইতে বহিভূত করিল। পরে রাজা হেনরি এবং বেকেট এই দুই জনের যে পরস্পর হিংস ও দ্বেষ ক্রমাগত ছিল তাহ নিবারণ পূৰ্ব্বক ঐক্য হওনের অনেক প্রকার উপায় উপস্থিত হইল। কিন্তু এক জন আর এক জনের সব প্রথমে কহিতে যে লাভের হানি ইহাতে ঐ বাঞ্ছিত ঐক্য করণে বহুকাল বিলম্ব হইল। ՀԳՀձ: