পাতা:বনবাণী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

বনবাণী।

ওগো সন্ন্যাসী, ওগো সুন্দর,
ওগো শংকর, হে ভয়ংকর,
যুগে যুগে কালে কালে
সুরে সুরে তালে তালে
জীবনমরণ-নাচের ডমরু
বাজাও জলদমন্দ্র হে।

‘নমো নমো নমো-
তোমার নৃত্য অমিত বিত্ত
ভরুক চিত্ত মম।’

৬৮