পাতা:বন্দিনী রাজনন্দিনী.djvu/১০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

o:3 বন্দিনী রাজনন্দিনী এবং অন্ধকারে তীক্ষ্ণদৃষ্টিতে সেই দিকে চাহিয়৷ কেলির চিৎকারের কারণ কতকটা বুঝতে পারিলেন। মিঃ ব্লেক সন্ধ্যার সেই তরল অন্ধকারে গ্রে-প্যাস্থারের দিকে চাহিয়া দেখিলেন, কে একজন লোক মাতালের মত টলিতে টলিতে স্বলিত পদে সেই স্থানে উপস্থিত হইয়াছে –আগন্তুকের আকার প্রকার দেখিয়া তাহার মনে হইল লোকটি র্তাহার পরিচিত ; তিনি সবিস্ময়ে সেই দিকে ফিরিয়া যাইতেই কেলি উত্তেজিত স্বরে বলিয়া উঠিল, “কৰ্ত্তী ! স্মিথ আসিয়াছে ! আহা, বেচারার অবস্থা কি শোচনীয়, যেন কোন রকমে বাচিয়া আছে!” মিঃ ক্লেক দ্রুতবেগে আগস্তুকের নিকট উপস্থিত হইয়। উভয় হস্তে তাহাকে জড়াইয়া ধরিলেন । কারণ তিনি দেখিলেন—সে সত্যই স্মিথ !—স্মিথ তাহার আলিঙ্গনাবদ্ধ হইয়া ভয়ঙ্কর হাপাইতে লাগিল ।