পাতা:বন্দিনী রাজনন্দিনী.djvu/৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ه رم ] জামাদিগকে প্রতারিত ও ক্ষতিগ্রস্ত হইতে হইয়াছে ; এইজন্য, রহস্য-লহরী উপন্যাস-মালায় শতাধিক পুস্তক প্রকাশিত ও বিক্রীত হইলেও, এ পর্য্যন্ত প্রেস-স্থাপনের উপযুক্ত সম্বল সঞ্চিত হয় নাই –কিন্তু এইরূপ প্রতারণা ও প্রবঞ্চন বন্ধ করিবার উদ্দেশ্রে ও রহস্য-লহরীর নিজস্ব প্রেস স্থাপনের আবশ্যকতা অনুভূত হইয়াছিল । “রহস্য-লহরী’র হিতৈষী গ্রাহকবর্গের মধ্যে লক্ষপতির সংখ্যা অল্প নহে ; কিন্তু *হাদের নিকট রহস্য-লহরীর প্রেস-স্থাপনের জন্য সহায়তা প্রার্থনা করিয়া ফললাভের আশা ছিল না । কেনই বা র্তাহার সাহায্য করিবেন ? সাহিত্যের হিতের জন্ত বা উন্নতি কামনায় ইঙ্গর অভাব দূর করিবেন—এরূপ বিদ্যাসাগর বা দেশবন্ধু-চিত্তরঞ্জন কি বাঙ্গালায় আর কেহ আছেন?—এইজন্যই রহস্য-লহরীর ধনাঢ্য পৃষ্ঠপোষক মহোদয়গণের দ্বারস্থ হইতে সাঙ্গস হয় নাই । একাল পর্য্যন্ত তাহীদের যে অনুকম্প ও সহানুভূতি লাভ করিয়াছি-—সেইজন্যই আমরা তাহাদের নিকট যথেষ্ট কৃতজ্ঞ । কিন্তু মানুষের অক্লান্ত চেষ্টা, যত্ন, পরিশ্রম ও অবিচলিত সাধনা প্রায়ই ব্যর্থ হয় না । ভগবানের শরণাপন্ন স্তইয়া একান্ত মনে তাতার আশীৰ্ব্বাদ ও অনুকম্প প্রার্থনা করিলে—যদি নিতান্ত অসঙ্গত প্রার্থন না হয়—তাহ নিশ্চয়ই তিনি পূর্ণ করেন, জগতে ইহার দৃষ্টান্ত বিরল নষ্ঠে । “রহস্য-লহরী’র সঙ্কল্পিত প্রেসের জন্য একটি ডবল ক্রাউন্‌ প্রিণ্টিং মেসিন ক্রয়ের উদ্দেশ্বে ছাপাখানার সরঞ্জাম-বিক্রেতা জন ডিকিনসন কোম্পানীর দোকানে সন্ধান লইয়া জানিতে পারিলাম—‘পেইন এগু সন্সের ঐরাপ একটি নূতন মেসিনের মূল্য সাত হাজার টাকা। ইহার উপর বৈদ্যুতিক লাইন, মোটর, টাইপ, কেস, র্যাক, গেলি, চেস্ ও অন্যান্য সরঞ্জামের ব্যয়ও তিন হাজার টাকার কম নষ্ঠে ! দরিদ্র “রহস্য-লহরীর পক্ষে দশ সহস্র মুদ্র ংগ্রহ করা স্বপ্নেরও অতীত –মুতরাং প্রেস স্থাপনের আশা শূন্যে বিলীন হইল। আশার অবসান হইল বটে, কিন্তু তখনও নিরুৎসাহ বা নিশ্চেষ্ট হইলাম না ; একান্ত মনে ভগবানকে ডাকিয়া কত বিনিদ্র রজনী অতিবাহিত করিলাম। মনে হইল—যাহার কৃপায় মুক বাকুশক্তি লাভ করে, পঙ্গু গিরিলানে সমর্থ হয়, তিনি