পাতা:বন্দিনী রাজনন্দিনী.djvu/৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় কল্প ©☾ স্মিথের মোটরসাইক্ল তাহার মোটর-কারের অদূরে আসিয়া পড়িয়াছে দেখিয়া প্রিন্স রাডিাভ ক্রোধে অধীর হইয়া—অতঃপর কি কৰ্ত্তব্য, তাহাই চিন্তা করিতে লাগিলেন । - কৰ্ত্তব্য স্থির করিতে র্তাহার অধিক বিলম্ব হইল না । প্রিন্স রাডিগ্নতের মোটরগাড়ীতে চারিজন মাত্র লোক ছিল—একথা পুৰ্ব্বেই বলিয়াছি ; প্রিন্স রাডিশ্লভ, নাতালী,এবং প্রিন্স বার্কো--এই তিনজন শকটের আরোহী; চতুর্থ ব্যক্তি সোফেয়ার—তাহার বিশ্বস্ত অস্ত্রচর । প্রিন্স রাডিশ্লভ জানিতেন, যে তিনজন তাঙ্গর গাড়ীতে ছিল, তাহদের তিনি সম্পূর্ণ বিশ্বাস করিতে পারেন ; তিনি কোন অবৈধ কাৰ্য্য করিলে তাহদের কেহই তাহার বিরুদ্ধাচরণ করিবে না । সেই সুবিস্তীর্ণ প্রান্তরের কোন দিকে জনমানবের সমাগম নাই, পথ সম্পূর্ণরূপে জনশূন্ত ; স্মিথ একাকী মোটর-সাইক্লে তাহদের অনুসরণ করিতেছিল। স্মিথকে অকুসরণে বিরত করিবার এরূপ সুযোগ তিনি কি ত্যাগ করিতে পারেন ? তাছার সঙ্কল্পসিদ্ধির জন্ত যদি স্মিথের জীবন বিপন্ন করিতে হয়—তাহার ন্যায় কূটবুদ্ধি, স্বাথ পর, দৃঢ়প্রতিজ্ঞ ব্যক্তি কি তাহাতে কুষ্ঠিত হইবেন ? যে নিৰ্ব্বোধ যুবক তাহার সম্বর ব্যর্থ করিতে উদ্যত হইয়াছে—সে র্তাহার দয়ার পাত্ৰ নহে । এই সকল কথা চিন্তা করিতে করিতে প্রিন্স রাডিক্ষাভ আর একটা বাকের মোড়ে উপস্থিত হইলেন। তৎক্ষণাৎ তিনি তাহার সোফেয়ারকে শকটের বেগ হ্রাস করিয়া অপেক্ষাকৃত ধীরে চলিতে আদেশ করিলেন। সোফেয়ার ধীরে গাড়ী চালাইতে লাগিল ; তখন প্রিন্স রাডিশ্নভ র্তাঙ্গর আসনে ঘুরিয়া বসিয়া পশ্চাতে মুখ ফিরাইলেন, এবং চক্ষুর নিমেষে পকেট হইতে পিস্তল বাহির করিয়া পথের দিকে তাঙ্গ উদ্যত করিলেন।—ক্রোধে তাঙ্গর মুখকান্তি অতি ভীষণ ভাব ধারণ করিল, এবং চক্ষু জলিয়া উঠিল। নাতালী তাঙ্গর পাশে বসিয়া স্তম্ভিত হৃদয়ে তাহার কাজ দেখিতে লাগিল ; তাঙ্গর মুখ হইতে একটি কথাও বাহির হইল না । 馨 প্রিন্স রাডিশ্নভের ইঙ্গিতে সোফেয়ার হঠাৎ গাড়ী থামাইল। প্রিন্স রাডিঙ্গভ সেই অবস্থায় গাড়ীর উপর বসিয়া স্মিথের মোটর-সাইক্লের ‘बढ़े-ब-षप्लेोषप्ले’ शक