পাতা:বন্দিনী রাজনন্দিনী.djvu/৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ レo ] বিষয় এই যে, রহস্য-লহরীর অসংখ্য বাঙ্গালী মুহৃদ ও স্বদেশীয়, জঙ্গত আমাদের স্বজাতীয় পৃষ্ঠপোষকবর্গের নিকট আমরা সে সাহায্যের বা উপকারের প্রত্যাশা করি নাই,—তিনি ‘বাঙ্গালী’ না হইলেও, বঙ্গভাষার মাসিক উপন্যাস “রহস্য-লহরীর প্রতি আকৃষ্ট হইয়া, এবং নিতান্ত অযোগ্য হইলেও তামদিগকে প্রতিভাজন বন্ধু মনে করিয়া, প্রেস-সংস্থাপনে এইভাবে সাহায্য করিলেন ; অকূল বিপদ সাগরে “রহস্যলহরীর কাণ্ডারী হইলেন। এখানে সেই মহানুভব, হিতৈষী সুহৃদের নাম প্রকাশ না করিলেও, আশা করি, ইহা তাহার প্রতি আমাদের অকৃতজ্ঞতার নিদর্শন বলিয়া বিবেচিত হইবে না। একমাত্র অন্তর্যামীই জানেন—র্তাহার এই উপকারের ঋণ পরিশোধ করা আমাদের কিরূপ সাধ্যাতীত। র্যাহারা বিপন্নকে বিপদ-সাগর হইতে উদ্ধার করেন, তাহারা তাহদের কৃতজ্ঞতার প্রত্যাশী নহেন ; তাহদের হৃদয় সাধারণ মানবহৃদয়ের উচ্চতর স্তরে প্রতিষ্ঠিত । র্তাহারা স্বার্থ-খতাইয়া, টাকা আন গণ্ডার হিসাব করিয়া পরের উপকারে আত্মনিয়োগ করিলে পৃথিবীতে কোন সবকুষ্ঠানের চিতুমাত্র লক্ষিত হইত না । যাহা হউক, আমাদের এই হিতৈষী পৃষ্ঠপোষক ও নিত্য শুভক্ষুধানী সুহৃদ মহোদয়ের অনুকম্পায় ও আশীৰ্ব্বাদেই বৰ্ত্তমান বৈশাখ মাস হইতে রহস্য-লহরী প্রেসে রহস্ত-লহরী উপন্যাস-মালা মুদ্রিত করিতে সমর্থ হইয়াছি। *বন্দিনী, রাজনন্দিনী’ এই প্রেস হইতে প্রকাশিত প্রথম উপন্যাস। সম্পূর্ণ নূতন অক্ষরে, উৎকৃষ্টতর কাগজে ছাপাইয়া, ও সুদৃগু কাপড়ে বাধাইয়া, সচিত্র “রহস্য-লহরী প্রকাশের ব্যবস্থা করা হইয়াছে। আপাততঃ আমরা রহস্য-লহরীর অপ্রকাশিত উপন্যাসগুলি তাড়াতাড়ি প্রকাশিত করিয়া, প্রতিমাসে দুইখানি উপন্যাস একত্র আমাদের অনুগ্রহক গ্রাহক মহোদগণের নিকট ষ্ট্রে করিবার সম্বর কবিয়ছি। আশা করি ইহাতে র্তাহীদের আপত্তি ಕ್ಲಿಕ್ಗೆ যদি তাহারা বাকি-পড়া’ পুস্তকগুলি এই ভাবে গ্রহণ করেন, তাহদের চিরামুগুহীত রহস্য-লহরীর প্রতি বিমুখ না হ’ন, তাহা হইলে, অর্থাভাবে এখনও প্রেসের যে সকল ক্রটি আছে, তাহা শীঘ্রই সংশোধিত হইতে পরিবে । প্রেসের কার্য্য