পাতা:বন্দিনী রাজনন্দিনী.djvu/৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bሥ8 বন্দিনী রাজনন্দিনী তাহার পর ক্রমে দক্ষিণ, পশ্চিম, উত্তর—সকল দিকেই বহুদূর পর্যন্ত দৃষ্টিপাত করিল ; কিন্তু কোনও দিকে মোটর-সাইক্ল দেখিতে পাইল না। মিঃ ব্লেক এই ব্যর্থতায় কিঞ্চিৎ নিরুৎসাহ হইলেন, এবং পলাতক গুণ্ডার মোটর-সাইক্লের সন্ধান না পাওয়ায় বিস্মিত হইলেন। উদ্ধাকাশ হইতে দূরবীণের সাহায্যে তাহ নিশ্চয়ই দেখিতে পাওয়া যাইবে—এইরূপই তাহার ধারণা হইয়াছিল। মিঃ রেক তখন মনে মনে আলোচনা করিতে লাগিলেন, র্তাহার আততায়ী মোটর-সাইক্লের সাহায্যে হোটেল হইতে পলায়ন করিবার পর অন্ততঃ পনের মিনিট তিনি হতচেতন অবস্থায় হোটেলে পড়িয়া ছিলেন ; তাহার পর তিনি চেতন লাভ করিলে, কন্‌ষ্টেবলের সহিত কথাবার্তায় আরও দশ মিনিট অতীত হইয়াছিল । সুতরাং তিনি গ্রে-প্যাস্থারের সাহায্যে উদ্ধাকাশ হইতে যখন পলাতকের সন্ধান করিতেছিলেন, তখন হোটেল হইতে তাহার পলায়নের পর পূরা আধ ঘণ্টারও কিছু অধিক সময় অতীত হইয়াছিল। র্তাহার আততায়ী মোটর-সাইক্লে চাপিয়া পূর্ণ বেগেই পলায়ন করিয়াছিল ; সুতরাং আধ ঘণ্টারও কিছু অধিক সময়ের মধ্যে সে তাহার আড্ডায় উপস্থিত হইয়া সাইক্লথানি লুকাইয়। রাথিয়াছে বলিয়াই মিঃ ব্লেকের বিশ্বাস হইল ; কিন্তু তথাপি তিনি তাহাকে খুজিয়া বাহির করিবার আশা ত্যাগ করিলেন না । তিনি মনে করিলেন, প্রান্তরের কোন দিকে কোন ঘর বাড়ী দেখিতে পাইলে, সেই স্থানই তাহার আততায়ীর লক্ষ্য, ইহা তিনি বুঝিতে পরিবেন ; এবং যদি সে বা তাহার দলের লোক উৰ্দ্ধে দৃষ্টিপাত করিয়া তাহার এরোপ্লেন দেখিতে পায়—তাহা হইলে তিনিই যে সেই এরোপ্লেনে আকাশে উড়িয়া তাহাকে খুজিতেছেন—এ সন্দেহ তাহদের মনে স্থান প্রাইবার কারণ ছিল না । তিনি এরোপ্লেনে সেই অঞ্চলে উড়িয়া আসিয়াছেন—ইহ কেহই জানিত না । তিনি কিরূপে হোটেলে উপস্থিত হইয়াছিলেন, হোটেলের কোনও লোক তাহা জানিতে পারে নাই । গুগুটি তাহার আডডীয় উপস্থিত হইয়া “যদি তাহার দলের লোকের নিকট র্তাহার সম্বন্ধে সকল কথা বলিয়া থাকে— তাহা হইলেও তিনি এত অল্প সময়ের মধ্যে এরোপ্লেনে উঠিয়া তাহদের আড্ডার সন্ধানে আকাশে ঘুরিয়া বেড়াইতেছেন, ইহা তাহারা মনে করিতে পরিবে না। ’