পাতা:বন্দিনী রাজনন্দিনী.djvu/৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ কল্প هوا স্মিথ এরূপ দুঃসাহসের কার্য্যে প্রবৃত্ত হইয়া बऊँई अछांग्र করিয়াছে ভাবিয়া তাহার উপর তাহার একটু রাগও হইল। যে গুগুটি বিবি ফিল্পের হোটেলে বেপরোয় গুলী চালাইয় তাহকে হত্যা করিতে উষ্ঠত হইয়াছিল, স্মিথ যদি মোটর-সাইক্লে সেইসাপ ভীষণপ্রকৃতি লোকের অনুসরণ করিয়া থাকে, এবং তাহার কবল হইতে তাহার ভ্রাতুষ্পুত্রীকে উদ্ধার করিবার চেষ্টা করিয়া থাকে— তাহা হইলে সেই দুর্দান্ত গোয়ার লোকটা স্মিথকে গুলী করিয়া হত্যা করিয়া থাকিলে বিস্ময়ের কোন কারণ নাই বলিয়াই মিঃ ব্লেকের মনে হইল । কিন্তু সেই মূহূর্তেই আর একটা কথাও তাহার মনে পড়িল। যে গুগুটি বিবি ফিল্পের হোটেলে তাহাকে আক্রমণ করিয়াছিল, সে বিবি ফিল্পকে বলিয়াছিল—স্মিথের ব্যাগ হইতে কোন জিনিস বাহির করিয়া আনিবার জন্তই স্মিথ তাহাকে হোটেলে পাঠাইয়াছিল। কথাটা সম্পূর্ণ মিথ্যা হইলে ৭ তাহারা স্মিথকে বন্দী করিয়াছে, এয়াপ অকুমান তিনি অসঙ্গত মনে করিলেন না। কিন্তু সেই গুণ্ডাটা স্মিথের ব্যাগ হইতে কোন দ্রব্য সংগ্ৰহ করিতে আসিয়াছিল— তাহা তিনি বুঝিতে পারিলেন না। মিঃ রেক ভাবিলেন, হয় ত সে স্মিথের প্রকৃত পরিচয় জানিবার জন্তই তাহার ব্যাগের কাগজ-পত্র পরীক্ষা করিতেছিল ; আর সে যে লণ্ডনের ডিটেক্‌টিভ মিঃ ব্লেকের সহকারী-—স্মিথের ব্যাগের ভিতর তাহার যথেষ্ট প্রমাণ ছিল, ইহাও তিনি জানিতেন —ইহা ভিন্ন সেই গুণ্ডাটা অন্ত কোন উদ্দেশ্রে স্মিথের ব্যাগের জিনিসপত্র পরীক্ষা করিতেছিল—ইহা মিঃ ব্লেক বিশ্বাস করিতে পরিলেন না । সেই সকল কাগজপত্র দেখিয়াই সে র্তাহার সহিত স্মিথের সম্বন্ধ জানিতে পারিয়াছিল ; এবং সে র্তাহার সম্পূর্ণ অপরিচিত হইলেও, তিনিই যে মিঃ ব্লেক, ইহা বুঝিতে পারিয়া তাহাকে হত্য করিতে উদ্যত হইয়াছিল । অতঃপর তাহার বিশ্বাস হইল, স্মিথের শরণাগতা ও আশ্রিত যুবতীকে তাহার অভিভাবক যে স্থানে লইয়া গিয়াছে, এবং যে স্থানে স্মিথকেও সম্ভবতঃ কয়েদ করিয়া রাথিয়াছে, সেই স্থানের দুরত্ব পলমুর হইতে অত্যন্ত অধিক নহে। এরূপ অনুমানের করিবার কারণ এই যে, তিনি বিবি ফিলপের নিকট শুনিয়া